Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে বিএনপির সমাবেশে হাতাহাতি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৯, ৫:০০ পিএম | আপডেট : ৫:০৬ পিএম, ১ সেপ্টেম্বর, ২০১৯

চট্টগ্রাম মহানগর বিএনপির সমাবেশে হাতাহাতি যুদ্ধে লিপ্ত হয়েছে দলের কর্মীরা। দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে রোববার বিকেল ৪টায় সমাবেশ চলাকালে সমাবেশ স্থলের মাঝখানে শুরু হয় চেয়ার মারামারি। দুই পক্ষ একে অন্যকে লক্ষ্য করে চেয়ার ছুঁড়ে নিজেদের মধ্যে হাতাহাতি যুদ্ধে লিপ্ত হয়। এতে অন্তত ৬জন আহত হয়েছে। কয়েকটি চেয়ার মঞ্চের ডান পাশে এসে পড়ে। এ সময় মঞ্চে নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনসহ নগর কমিটির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। নেতাদের হস্তক্ষেপে টানা ২০ মিনিটের বিশৃঙ্খল অবস্থা শেষে সমাবেশ স্বাভাবিক হয়। দলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশের আয়োজন করে মহানগর বিএনপি। নেতাকর্মীদের বিপুল উপস্থিতিতে শুরু হওয়া সমাবেশের মধ্যখানে হঠাৎ কেন এ মারামারি তাৎক্ষণিক তার রহস্য জানা যায়নি। তবে স্থানীয় দুইটি গ্রুপের বিরোধেই এ ঘটনা ঘটেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাতাহাতি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ