Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাটহাজারীতে আ.লীগ ও বিএনপি প্রার্থীদের সমর্থকদের হাতাহাতি

প্রকাশের সময় : ১ মে, ২০১৬, ১২:০০ এএম

হাটহাজারী উপজেলা সংবাদদাতা : হাটহাজারীর গড়দুয়ারা ইউনিয়নে গতকাল (শনিবার) নির্বাচনে অবতীর্ণ প্রার্থীদের কর্মী সমর্থকদের সাথে হাতাহাতি ও মৃদু সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইপক্ষের ৫ জন আহত ও বেশ কয়েকটি সিএনজি ট্যাম্পু ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। প্রাপ্ত সংবাদে প্রকাশ নির্বাচনী আচরণবিধি লংঘন করে প্রচারণা চালাতে গিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশের ত্বরিত হস্তক্ষেপে বেশীদূর এগোচ্ছে না। প্রশাসনের কঠোর নজরদারীতে হাটহাজারীতে সুষ্ঠু নির্বাচনের আশা করছে সচেতন মহল। তবুও অজানা আশংকা বিরাজ করছে প্রার্থীদের মাঝে। আগামী ৭ মে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গতকাল শনিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় গড়দুয়ারা ইউনিয়নে প্রচারণা চালাতে গিয়ে আওয়ামীলীগ ও বিএনপি প্রার্থী কর্মীদের সাথে হাতাহাতি ও মৃদু সংর্ঘষ হয়েছে। গড়দুয়ারা ইউনিয়নের আজিজিয়া মজিদিয়া সড়কের গড়দুয়ারা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। প্রার্থীদের কর্মী সমর্থকেরা পরস্পর বিরোধী অভিযোগ করছে। বিএনপি প্রার্থীর অভিযোগ আ,লীগের কর্মী সমর্থকেরা তাদের তিনটি ট্যাম্পু ভাংচুর করে । এতে ট্যাম্পু চালক সালাউদ্দিনসহ তিন জন গুরুতর আহত হয়। অপর দিকে আওয়ামীলীগ প্রার্থীর অভিযোগ বিএনপি কর্মী সমর্থকেরা প্রার্থীর উপস্থিতিতে তাদের ক্যাম্পে হামলা চালায়। এতে তাদের দুজন কর্মী মারাত্মক ভাবে আহত হয়। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফছানা বিলকিস ও মডেল থানার অফিসার ইনচার্জ মো: ইসমাইল পিপি এম (বার) ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাটহাজারীতে আ.লীগ ও বিএনপি প্রার্থীদের সমর্থকদের হাতাহাতি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ