Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সখিপুরে ৫শত লিটার চোলাইমদ সহ দুই আদিবাসী গ্রেফতার

সখিপুর(টাঙ্গাইল)সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৯, ৬:৩০ পিএম

টাঙ্গাইলের সখিপুরে ৫শত লিটার চোলাইমদ ও মদ তৈরির উপকরণ সহ উপজেলার নাগেরচালা এলাকা থেকে মাদক ব্যবসায়ী খিতিশ কোচ(৫০) মেঘলাল কোচ(৫৫) কে গ্রেফতার করেছে সখিপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা ঐ এলাকার শ্রী কৃষ্ণ ও মৃত লাল মোহন কোচের ছেলে। তাদেরকে গ্রেফতার করার পর তাদের তথ্যমতে কাঠ বাগানের ভিতরে মাটির নিচ হতে ০৫ ড্রাম ভর্তি ৫শত লিটার চোলাইমদ ও মদ তৈরির উপকরণ জাওয়া উদ্ধার করা হয়। এদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে সখিপুর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে সখিপুর থানা পুলিশ। সখিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি তদন্ত)এএইচএম লুৎফুল কবীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৫শত লিটার চোলাইমদ ও মদ তৈরীর উপকরণসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এবং নিয়মিত মামলা রুজু করে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ