পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্ত্রী সঙ্গে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় প্রাণ গেল স্বামীর। গতকাল বগুড়ার মানিকচক এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়া গতকাল ছুটির দিনে দেশের বিভিন্ন স্থানে আরো ৭ জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে লালমনিরহাট ও গাজীপুরে দু’জন করে, সাতক্ষীরা, সিরাজগঞ্জ ও গফরগাঁওয়ে একজন করে। আহত হয়েছেন ১৫ জন।
লালমনিরহাট : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। শুক্রবার দুপুরে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের আদিতমারী ফায়ার সার্ভিস অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই উপজেলার ভাদাই ইউনিয়নের ভেটেশ্বর গ্রামের আলাল উদ্দিনের ছেলে রিফাত হোসেন (১০) ও একই উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ি গ্রামের পল্লী চিকিৎসক আজাদ (৪৫)। আহতরা হলেন- নিহত রিফাতের বড় ভাই রাব্বী , নামুড়ি মদনপুর গ্রামের আবু তালেবের ছেলে সাইদুল ইসলাম (৩৮) ও ঢাকার মাসুম মিয়ার ছেলে পিকাআপ চালক রুবিন মিয়া (২৮)।
আদিতমারী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, লালমনিরহাট থেকে বুড়িমারীগামী একটি পিকআপ আদিতমারী ফায়ার সার্ভিস অফিস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেল, একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাইসাইকেলে থাকা রিফাত ও মোটরসাইকেল থাকা পল্লী চিকিৎসক আজাদ নিহত হন। আহত হন আরও তিনজন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ নিহতদের লাশ ও আহতদের উদ্ধার করে প্রথমে আদিতমারী হাসপাতালে ভর্তি করে। পরে আশঙ্কাজনক অবস্থায় রাব্বীকে ও রুবিনকে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তিনি।
গাজীপুর : গাজীপুর সিটি কর্পোরেশনের মোগরখাল এলাকায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর পৌনে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত দু’জনের নাম-পরিচয় জানা যায়নি।
বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লেবু মিয়া জানান, দুপুরে মোগরখাল এলাকায় মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দু’টি উদ্ধার করে বলে জানান এই কর্মকর্তা।
বগুড়া : বগুড়ায় স্ত্রীকে শিক্ষক নিবন্ধন পরীক্ষাকেন্দ্রে দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় সোহেল হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে শহরতলির মানিকচক এলাকায় দ্বিতীয় বাইপাস মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্ত্রী ফারজানাসহ আটজন আহত হয়েছেন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সোহেল হোসেন জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচগ্রামের মাওলানা সোলায়মান ফকিরের ছেলে। তিনি মোলামগাড়ি উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিয়ান ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা ছিল। সোহেলের স্ত্রী ফারজানার পরীক্ষাকেন্দ্র ছিল বগুড়া সদরের মানিকচক উচ্চ বিদ্যালয়। সকালে সোহেল তার স্ত্রী ফারজানা, অপর পরীক্ষার্থী তানিয়াসহ ৯ জন একটি মাইক্রোবাসে জয়পুরহাটের ক্ষেতলাল থেকে বগুড়ার ওই কেন্দ্রের দিকে যাচ্ছিল। মাইক্রোবাসটি পরীক্ষাকেন্দ্রের কাছে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা তেলের ড্রামবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা আহত সোহেল, তার স্ত্রী ফারজানা, পরীক্ষার্থী তানিয়া, চালক পীযুষসহ ৯ জনকে উদ্ধার করে বগুড়ার শজিমেক হাসপাতালে নিলে চিকিৎসকরা সোহেলকে মৃত ঘোষণা করেন।
বগুড়ার ছিলিমপুর পুলিশ ফাঁড়ির এএসআই আবদুল কুদ্দুস জানান, আহতদের মধ্যে ফারজানা, তানিয়া ও পীযুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ট্রাক ও মাইক্রোবাসটি পুলিশ হেফাজতে রয়েছে।
সাতক্ষীরা : সাতক্ষীরার কালিগঞ্জ-শ্যামনগর সড়কে মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ছাদেক হোসেন (১৮) নিহত হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে ইছাকুড় পানির ট্যাংকির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাদেক হোসেন কালিগঞ্জ উপজেলার পারুলগাছা গ্রামের সামছুর হাজারীর ছেলে।
শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) রোকন মিয়া জানান, কালিগঞ্জ থেকে মোটরসাইকেলে ছাদেক হোসেন শ্যামনগরের দিকে আসছিলেন। পথিমধ্যে ইছাকুড় এলাকায় ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চৌহালী (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের এনায়েতপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। গতকাল দুপুরে এনায়েতপুর কেজির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আলীম (২৪) এনায়েতপুর থানার সোনাতলা গ্রামের খাইরুল ইসলামের ছেলে।
এনায়েতপুর থানার এসআই শহিদুল ইসলাম জানান, দুপুরে একটি যাত্রী বোঝাই সিএনজি অটোরিকশা এনায়েতপুর কেজির মোড় এলাকায় অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন আহত হয়। তাদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রুহুল আলীম মারা যান। অন্যদের চিকিৎসা চলছে।
গফরগাঁও (ময়মনসিংহ) : ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্যাটারি চালিত অটোবাইক উল্টে সামিয়া আক্তার (৩) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় আরো দুইজন আহত হয়। ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার সকালে উপজেলার গফরগাঁও-ভালুকা সড়কের শিবগঞ্জ টাউয়ার এলাকায়।
স্থানীয় স‚ত্রে জানা যায়, উপজেলার ধোপাঘাট গ্রামের আবু বকর সিদ্দিকের স্ত্রী সাবিনা আক্তার আজ শুক্রবার সকাল ১০টার দিকে নিজের চিকিৎসার জন্য শিশু কন্যা সামিয়াকে সঙ্গে নিয়ে ব্যাটারি চালিত অটোবাইক যোগে ভালুকায় যাচ্ছিলেন। গফরগাঁও-ভালুকা সড়কের শিবগঞ্জ টাউয়ারের প‚র্ব পাশে বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে জায়গা দেওয়ার সময় অটোবাইকটি উল্টে খাদে পড়ে যায়। এতে সাবিনা আক্তারের কোলে থাকা শিশু সামিয়া অটোবাইকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। এ সময় সাবিনা আক্তারসহ আরো দু’জন আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত শিশু সামিয়াসহ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশু সামিয়াকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশ স্বজনরা বাড়ি নিয়ে যান। খবর পেয়ে ঘটনার তদন্ত করতে পুলিশ ঘটনাস্থল ও নিহতের বাড়িতে যায়।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। একজন অফিসারকে সুরতহাল প্রতিবেদন তৈরিসহ তদন্তের দায়িত্ব দিয়েছি। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।