Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাইলস্টোন কলেজে বিতর্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৯, ১২:০৩ এএম

একটি যুক্তিবাদী সমাজ গড়ার প্রত্যয় নিয়ে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী বিতর্ক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মশালার আয়োজন করে মাইলস্টোন কলেজ ডিবেটিং ক্লাব। মাইলস্টোন কলেজের প্রশাসনিক ভবনের সেন্ট্রাল হলে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালার সূচনা পর্বের উদ্ধোধন করেন মাইলস্টোন কলেজের প্রশাসনিক ক্যাম্পাসের অধ্যক্ষ লে. কর্নেল এম. কামালউদ্দিন ভ‚ঁইয়া (অব.)। বিতর্ক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয়দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন বিতার্কিকদের জন্য দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক জনপ্রিয় লেখক আনিসুল হক। মাইলস্টোন কলেজ ডিবেটিং ক্লাবের মডারেটর ও পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শাফায়েত উদ্দিনের সার্বিক তত্ত¡াবধানে অনুষ্ঠিত বিতর্ক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইস্টোন কলেজের উপাধ্যক্ষ মিজানুর রহমান খান, শিক্ষা বিষয়ক পরিচালক প্রফেসর মুহাম্মদ শাহজাহান হোসেন, প্রশাসনিক পরিচালক লে. কমান্ডার এফ করিম (অব.) এবং পরিচালক মো. মাসুদ আলম প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাইলস্টোন কলেজ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ