Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জুনিয়র বৃত্তিতে মাইলস্টোন কলেজের সাফল্য

প্রকাশের সময় : ১ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : এবারও অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তিতে একচেটিয়া সাফল্য ধরে রেখেছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ। ২০১৫ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সম্প্রতি প্রকাশিত তুরাগ থানার অধীনে ৬০টি বৃত্তির ৫৫টিই এককভাবে অর্জন করেছে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা। এ থানার অধীনে প্রদত্ত ২০টি ট্যালেন্টপুল বৃত্তির মধ্যে ১৮টি এবং ৪০টি সাধারণ বৃত্তির মধ্যে ৩৭টি বৃত্তি অর্জন করে মাইলস্টোনের শিক্ষার্থীরা নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে। ট্যালেন্টপুল এবং সাধারণ মিলিয়ে ৫৫টি বৃত্তি অর্জনকারী মাইলস্টোনের মেধাবী শিক্ষার্থীদের প্রতি অফুরান শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরুন নবী (অব.), অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম, প্রশাসনিক অধ্যক্ষ লে. কর্নেল এম. কামালউদ্দিন ভূঁইয়া (অব.) এবং প্রশাসনিক পরিচালক মো. মাসুদ আলম।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি এক অভিনন্দন বার্তায় তারা বলেন, সাফল্যের এক একটি মুকুট নিজেদের করে সামনের দিকে এগিয়ে চলছে মাইলস্টোন কলেজ। প্রতিটি ফলাফলের পর একথাই প্রমাণ করে যে, মাইলস্টোন গুণগত মানের সেরা শিক্ষা প্রদানে আপোষহীন। তারা বলেন, এখানকার প্রতিটি ছাত্রছাত্রীর আগামী দিন মানে স্বযোগ্যতায় জীবনকে নেতৃত্ব দিতে সুন্দরের পথে এগিয়ে চলা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জুনিয়র বৃত্তিতে মাইলস্টোন কলেজের সাফল্য
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ