Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাইলস্টোন কলেজে ভর্তি কার্যক্রম শুরু

বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

রাজধানীর উত্তরা মডেল টাউনে অবস্থিত মাইলস্টোন কলেজে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের জন্য একাদশ শ্রেণি ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। মাইলস্টোন কলেজে ভর্তিচ্ছু সকল শিক্ষার্থীকে অবশ্যই ভর্তির জন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ইআইআইএন : ১০৮৫৭২ এর মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়েছে ৮ জানুয়ারি শনিবার থেকে এবং চলবে ১৫ জানুয়ারি শনিবার পর্যন্ত। আবেদন ও নিশ্চায়ন প্রক্রিয়া শেষে ১৯ ফেব্রুয়ারি শনিবার থেকে থেকে ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত চলবে চূড়ান্ত ভর্তি কার্যক্রম।

মাইলস্টোন কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ-৪.০০ এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ন্যূনতম জিপিএ-২.০০ থাকতে হবে। এছাড়াও আবেদন চলাকালীন সময় শিক্ষার্থীদের সুবিধার্থে কলেজ ক্যাম্পাসে রয়েছে বিশেষ হেল্প ডেস্ক যেখান থেকে অনলাইনে আবেদনের ক্ষেত্রে সর্বাত্মক সহায়তা প্রদান করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাইলস্টোন কলেজে ভর্তি কার্যক্রম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ