Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলবাড়ী সীমান্তে রিভলবার ও গুলি উদ্ধার

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৯, ১২:০৪ এএম


কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত এলাকায় চোরাকারবারীদের ধাওয়া করতে গিয়ে বাঁশঝাড়ের মধ্যে ব্যাগের ভেতরে ৬ রাউন্ড গুলিসহ একটি ভারতীয় রিভালবার উদ্ধার করেছে বিজিবি। এসময় চোরাকারবারীরা ব্যাগ ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত ভারতীয় পিস্তল ও গুলির মূল্য ১ লাখ ১ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সুত্রে জানা যায়, উপজেলার অনন্তপুর সীমান্তের আন্তজার্তিক মেইন পিলার ৯৪৭ এর সাব পিলার ৪ এসের পাশে ফেলানির মোড় এলাকায় অনন্তপুর সীমান্তে গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আনোয়ার-উল-আলম ও সুবেদার মেজর মো. সিরাজুল ইসলাম এবং কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মুকুল চন্দ্র রায়সহ বিজিবির একটি টহলদল অভিযান চালায়। এসময় বিজিবির টহলদলটি বাংলাদেশি চোরাকারবারীদেরকে ধাওয়া করলে ওই সীমান্তের বাঁশঝাড়ের মধ্যে রিভালবারের ব্যাগটি ফেলে তারা ভারতের দিকে পালিয়ে যায়। পরে বাঁশঝাড় থেকে ব্যাগটি উদ্ধার করে ৬ রাউন্ড গুলিসহ একটি ভারতীয় পিস্তল ১টি, ১টি ম্যাগাজিন, ১টি স্প্রিং ও ৬ রাউন্ড বুলেট রাতেই লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নে নিয়ে আসা হয়। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আনোয়ার-উল-আলম, বিজিবিএম, পিবিজিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্ধার

২৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ