Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ফুটবল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৯, ৭:৩৯ পিএম | আপডেট : ৭:৪২ পিএম, ২৯ আগস্ট, ২০১৯

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং জনতা ব্যাংকের সহযোগিতা ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে আরটিভি, বিটিভি, চ্যানেল আই ও চ্যানেল ২৪। বৃহস্পতিবার ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে নাগরিক টিভিকে ৩-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিতে ওঠে আরটিভি। বিজয়ী দলের মাসুদ মুস্তাহিদ ম্যাচ সেরা হন। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বিটিভি টাইব্রেকারে ২-১ গোলে বার্তা ২৪ কে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয়। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিটিভি’র আরেফিন মাসুদ। শেষ আটের তৃতীয় ম্যাচে চ্যানেল আই ৩-০ গোলে ভোরের কাগজকে হারিয়ে সেমিতে উন্নীত হয়। দুই গোল করে ম্যাচ সেরা হন চ্যানেল আইয়ের রাহুল রায়। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে চ্যানেল ২৪ নয়া দিগন্ত ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা পায়। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের সাদমান সাকিব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ