পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশ বিমান বাহিনী ও শ্রীলংকা বিমান বাহিনী দলের মধ্যে প্রীতি ওয়াটার পোলো ম্যাচ বুধবার বনানীর আর্মি সুইমিং কমপ্লেক্স ঢাকাতে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা নির্ধারিত সময়ে সমতা থাকায় টাইব্রেকারে ৩-১ গোলে শীলংকা বিমান বাহিনী দল বাংলাদেশ বিমান বাহিনী দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল এ কে এম আহ্সানুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুড়ান্ত খেলা প্রত্যক্ষ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
উল্লেখ্য, শ্রীলংকা বিমান বাহিনীর ওয়াটার পোলো দলটি গত ২৫ আগস্ট বাংলাদেশে সফরে আসে। এই সফরের মাধ্যমে দুই দেশের বিমান বাহিনীর মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে বলে আশা করা যায়। অনুষ্ঠানে বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা এবং অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।-আইএসপিআর
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।