Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্দুরকানীতে জাতীয় শোক দিবসে খাবার বিতরণ জেরে কলেজ ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ, আহত- ৩ গ্রেফতার ১

ইন্দুরকানী(পিরোজপুর)সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৯, ৩:১৯ পিএম

ইন্দুরকানী জাতীয় শোক দিবসে খাবার বিতরণ জেরে কলেজ ছাত্রলীগে মধ্যে সংঘর্ষ হয়েছে । বুধবার সকালে ইব্রাহীম,ফেরদাউস,সুমন, সাব্বিরকে ইন্দুরকানী সরকারী কলেজ গেটে সামনে পেয়ে কাওছারের নেতৃত্বে ৭/৮ জন মিলে অতর্কিত ভাবে হামলা চালায় । হামলায় মোঃ ইব্রাহীম খানের মাথায় গুরুত্বর জখম হয় । তাকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় । এছাড়া ঐ হামলায় মোঃ ফেরদাউস, সাব্বির আহত হয়ে স্থায়ীয় চিকিৎসাধীন রয়েছে। আহত সাব্বির জানায়, মঙ্গলবার ইন্দুরকানী উপজেলা আওয়ামীলীগে উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয় । অনুষ্ঠানের শেষে তাবারক বিতরণের সময় ইন্দুরকানী সরকারী কলেজ ছাত্রলীগের সদস্য কাওছার আহম্দে, ইমরান হোসেন বাবু , রাসেলের সাথে একই কলেজের ছাত্রলীগের সদস্য ইব্রাহীম, ফেরদাউস এর সাথে তাবারক বিতরন নিয়ে কথা কাটাকাটি হয় । পরে কলেজ কমিটি আহবায়ক শাওন হাওলাদার ও ইন্দুরকানী সাবেক ছাত্রলীগের সভাপতি শাহিন হাওলাদার উভয় মধ্যে মিমাংসা করে দেয় । সংঘর্ষ নিয়ে উভয় মধ্যে উত্তেজনা বিরাজ করছে । পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য পুলিশ রয়েছে । ইন্দুরকানী থানার ওসি মোঃ হাবিবুর রহমান জানান, কলেজের তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ হয়েছে,পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে আহতরা চিকিৎসাধীন আছে । ঘটনার স্থান থেকে মোঃ আলিম মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ