পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) উদ্যোগে দেশজুড়ে ২৪ হাজার উদ্যোক্তা অন্বেষণে বিডা’র রেজিস্ট্রেশন চলছে। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহের ৮টি স্থানে উদ্যোক্তা অন্বেষণে বিডার রেজিষ্ট্রেশন চলছে। এতে স্থানীয় শিক্ষার্থী ও তরুণ-তরুণীদের ব্যাপক সাড়া পড়েছে। প্রতিদিনই সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সংশ্লিষ্ট বুথগুলো ব্যাপক পরিমাণ উপস্থিতিতে চলছে এ রেজিষ্ট্রেশন কার্যক্রম।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অফুরন্ত বিনিয়োগ উন্নয়ন ও সম্ভাবনার দেশ বাংলাদেশ। এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দেয়ার জন্য সারা দেশে ২৪ হাজার উদ্যোক্তা তৈরি করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। ফলে নবীন উদ্যোক্তাদের বিনিয়োগে উৎসাহিত করে সহায়তা প্রদানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) উদ্যোগে গত ২৫ আগষ্ট থেকে ৩১ আগস্ট দেশের ৮টি বিভাগীয় শহরের একযোগে সপ্তাহব্যাপী রেজিস্ট্রেশন ও ফিজিক্যাল প্রমোশন চলছে। গত ৩ দিনে বিভাগীয় শহর ময়মনসিংহের ৮টি বুথে প্রায় ৪ হাজার নবীন উদ্যোক্তা রেজিস্ট্রেশন করেছেন। বুথগুলো হল: ময়মননিংহ মেডিকেল কলেজে ২টি, আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় ও কলেজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) জব্বারের মোড়, টাউন হল মোড়, সার্কিট হাউজ মাঠ সংলগ্ন জিমনেশিয়াম, রেল স্টেশন কৃষ্ণচুড়া চত্বর এবং শিল্পাচার্য জয়নুল উদ্যানের উন্মুক্ত মঞ্চ।
গত সোমবার দুপুরে আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় ও কলেজ গেইটের সামনে স্থাপিত বুথটি পরিদর্শণ কওে রেজিষে।ট্রশন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান। এ তাঁর সাথে সময় উপস্থিত ছিলেন বিডা পরিচালক কাজী বদিউজ্জামান, বিডা উপ-উপরিচালক নুসরাত জাহান প্রমূখ।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিডা উপ-উপরিচালক নুসরাত জাহান জানান, ২৫ আগষ্ট থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বিভাগীয় শহর ময়মনসিংহের ৮টি বুথের রেজিষ্ট্রেশন কার্যক্রম চালূ হয়েছে। চলবে আগামী ৩১ আগষ্ট পর্যন্ত।
সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, প্রতি জেলায় জেলা প্রশাসকের নেতৃত্বে উদ্যোক্তা বাছাই ও নির্বাচনের কমিটি রয়েছে। কমপক্ষে ২০ বছর বয়সী এসএসসি পাস এবং অন্যান্য যোগ্যতার অধিকারীদের বাছাই করবেন জেলা কমিটি। ব্যবসা ও বিনিয়োগ সংক্রান্ত অভিজ্ঞতা থাকলে তাদের অগ্রাধিকার দিবেন কমিটি। নির্বাচিতদের বিভিন্ন প্রশিক্ষণে উদ্যোক্তা তৈরিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে বিডা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।