Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে কিশোর গ্যাংয়ের আরও ২৩ জনের সাজা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৯, ৩:৩৭ পিএম

রাজধানীর মানডা এলাকায় অভিযান চালিয়ে ২৩ কিশোর ও তরুণ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র‍্যাব এর ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সন্ধ্যা থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। র‍্যাব-৩ এর গণমাধ্যম শাখার অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাশ এই তথ্য জানিয়েছেন।

বীণা রানী দাশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যা পৌনে সাতটার দিকে র‍্যাব-৩-এর ভ্রাম্যমাণ আদালত মানডা এলাকায় অভিযানে যান। এলাকার বিভিন্ন স্থানে আড্ডারত কিশোর-তরুণ গ্যাংয়ের ২৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসব কিশোর-তরুণ মাদক বেচাকেনা ও ছিনতাইয়ে জড়িত বলে দোষী সাব্যস্ত করা হয়। দোষী সাব্যস্ত হওয়া ২৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন ভ্রাম্যমাণ আদালত।

র‍্যাব-৩ জানায়, সাজা পাওয়া ২৩ জনের মধ্যে তিনজন কিশোর। তাদের টঙ্গীর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। অন্য ২০ জন তরুণ হওয়ায় তাঁদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কিশোর গ্যাং


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ