পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম বরাদাম এলাকায় সেনাবাহিনীর সঙ্গে গুলি বিনিময়ের সময় তিন সন্ত্রাসী নিহত হয়েছে। নিহতরা পার্বত্য শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীতপন্থী) সদস্য। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। সশস্ত্র সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। নিহতরা হলেন- বুজেন্দ্র চাকমা (৪৫), রসিল চাকমা (২৫) ও নবীন জ্যোতি চাকমা (৩২)। ঘটনাটির পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইএসপিআর ও আইন-শৃঙ্খলা বাহিনী সূত্রে এ সব তথ্য জানা গেছে।
গতকাল আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বরাদম এলাকায় সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) দলের ৭-৮ জন সশস্ত্র সন্ত্রাসীর উপস্থিতির খবর পেয়ে দীঘিনালা সেনা জোন হতে একটি সেনা টহল উক্ত এলাকায় পৌঁছায়। সন্ত্রাসীরা সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে। সেনাবাহিনীর টহল দল তৎক্ষণাৎ পাল্টা গুলি করে এবং উভয় পক্ষের মধ্যে আনুমানিক ১০-১৫ মিনিট গুলি বিনিময় হয়। এক পর্যায়ে সেনাসদস্যদের চাপের মুখে সন্ত্রাসী দল পিছু হটতে বাধ্য হয়। উক্ত গোলাগুলিতে ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) দলের তিনজন সন্ত্রাসী নিহত হয়। পরে সেনা টহল উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে ২টি পিস্তল (৮ রাউন্ড গুলিসহ), ১টি আমেরিকান এম-৪ অটোমেটিক কারবাইন (৪ রাউন্ড গুলিসহ) উদ্ধার করে। বর্তমানে উক্ত স্থানের নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণাধীন রয়েছে। ভবিষ্যতেও এলাকার শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিতকল্পে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়েছে।
দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ থানায় আনা হয়। পরে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত তিনজনই ইউপিডিএফের কর্মী। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে।
ইউপিডিএফ (প্রসীত) পক্ষের জেলা সংগঠক অংগ্য মারমা সাংবাদিকদের জানান, নিহত তিনজনই আমাদের দলের কর্মী। তারা হলেন-দীঘিনালার ইন্দ্রমুনি পাড়ার বুজেন্দ্র চাকমা (৪৫), হাচিনসনপুর এলাকার রসিল চাকমা (২৫) ও পানছড়ি পুজগাং যুবনাকস্যা পাড়ার নবীন জ্যেতি চাকমা (৩২)।
এর আগে গত শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে রাঙামাটির বাঘাইছড়ির সাজেক থানাধীন সীমানাছড়া এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ইউপিডিএফ এর সশস্ত্র গ্রুপের সদস্য সুমন চাকমা নিহত হন। সেনাবাহিনীর টহলের সময় গাড়ি লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। এ সময় সেনাসদস্যরাও পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সেখানে সুমন চাকমা ওরফে কসাই সুমন নামে এক সন্ত্রাসীর লাশ পড়ে থাকতে দেখা যায়। এ ছাড়া গত ১৮ আগস্ট রাঙামাটির আরেক উপজেলা রাজস্থলীর গাইন্দ্যা ইউনিয়নের পোয়াইথুপাড়া এলাকায় সেনাটহলে সশস্ত্র হামলায় এক সেনাসদস্য নিহত এবং দু’জন আহত হন।
খাগড়াছড়ির জেলা পুলিশ সুপার (এসপি) আহমার উজ্জামান বলেন, উপজেলার বরাদাম এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।