Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্ষণের বিচার চেয়ে স্বামী এসিড হামলার শিকার

নেত্রকোনায় চিকিৎসাধীন কলেজছাত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম

এবার স্ত্রী ধর্ষণের বিচার চাওয়ায় স্বামীর শরীরে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে নোয়াখালীর সুবর্ণচরে। নেত্রকোনায় ধর্ষণের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলো কলেজছাত্রী ইয়াসমিন। সাতক্ষীয়ায় এক কিশোরীর ৮ দিন ধরে ধর্ষণের অভিযোগ উপজেলা ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ৬০ বছরের বৃদ্ধের লালসার শিকার হলো পাঁচ বছরের শিশু। চট্টগ্রাম নগরীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করেছে এক কিশোর। এছাড়া কবিরহাটে কলেজছাত্রী, খুলনায় দ্বিতীয় শ্রেণির ছাত্রী, কলাপাড়ায় মানসিক ভারসাম্যহীন নারী, গোবিন্দগঞ্জে ৭ম শ্রেণির ছাত্রী ও সাভারে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে, বিভিন্ন স্থানে ধর্ষণ মামলায় ৫ জনকে আটক করেছে পুলিশ।

নোয়াখালী : সুবর্ণচর উপজেলার উত্তর চরবাগ্যা গ্রামে নাছির উদ্দিন নামের এক ধর্ষিতার স্বামীর শরীরে এসিড নিক্ষেপ করে জ¦লসে দিয়েছে দূর্বৃত্তরা। ক্ষতিগ্রস্থদের ভাষ্য, মানববন্ধনে অংশগ্রহণ করে ধর্ষণের বিচার চাওয়ায় হামলার শিকার হয়েছেন নাছির। রোববার দিবাগত রাত ২টার দিকে উত্তর চর বাগ্যা গ্রামে এ ঘটনা ঘটে। এসিডে নাছিরের হাত, বুক ও উরুসহ শরীরের একাধিক অংশ জ¦লসে গেছে। তিনি বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতের মা অভিযোগ করে বলেন, দুপুরে জেলা শহর মাইজদীর নোয়াখালী প্রেসক্লাবের সামনে ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে স্থানীয়দের সাথে নাছিরও মানববন্ধনে অংশগ্রহন করে। মানববন্ধন শেষে বিকেলে নাছির বাড়ীতে গেলে তার স্ত্রীর ধর্ষণ মামলার আসামী ও তার লোকজন তার পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি দেয়। এর সূত্র ধরে রাতে নাছির প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে গেলে ৬/৭ জন নাছিরের শরীরে এসিড ছুঁড়ে দৌঁড়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় তারা নাছিরকে উদ্ধার করে রাতেই হাসপাতালে ভর্তি করেন।নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত¡বধায়ক ডা. মো খলিল উল্যা জানান, নাছিরের শরীরের প্রায় ৯শতাংশ জ¦লসে গেছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে শংকামুক্ত রয়েছে নাছির। চরজব্বার থানার ওসি শাহেদ উদ্দিন জানান, নাছিরের শরীরে গরম কিছু ছুঁড়ে জ¦লসে দিয়েছে বলে শুনেছি। তবে সেটা এসিড কিনা তা জানা যায়নি। তাদের পক্ষ থেকে অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, নাছিরের স্ত্রীকে একাধিকবার ধর্ষণ কে জয়নাল নামের এক ব্যক্তি। পরে এই ঘটনায় অভিযুক্ত জয়নালকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেন তারা। উল্টো এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে তাদের বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা দিয়ে ধর্ষণ মামলার স্বাক্ষীদের এলাকা থেকে বিতাড়িত করে অভিযুক্তের লোকজন।

এদিকে, কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নে বিয়ের প্রলোভনে এক কলেজ ছাত্রী (২৪)কে ধর্ষণের অভিযোগ উঠেছে সাইফুর রহমান (২৭) নামের এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় গতকাল সোমবার সকালে ভিকটিম বাদী হয়ে কবিরহাট থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত সাইফুর রহমান কবিরহাট পৌরসভার পূর্ব ফতেজঙ্গপুর গ্রামের সেকান্তর মিয়ার ছেলে।

চট্টগ্রাম : নগরীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করেছে এক কিশোর। নবম শ্রেণির ছাত্র রমজান আলী ছোটন (১৬) গতকাল সোমবার মহানগর হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। রোববার রাতে নগরীর বন্দর থানার ব্যাংক কলোনি এলাকার ডাস্টবিন গলির বাসা থেকে ছোটনকে গ্রেফতার করে পুলিশ। ওইদিন বিকেলে তার প্রতিবেশী ও চাচাতো বোনের মেয়ে নিপার (৮) লাশ পাওয়া যায়। পুলিশ জানায়, ওই কিশোর শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে লাশ ফ্যানের সাথে ঝুলিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ওই কিশোরকে আটক করে থানায় নিয়ে আসে।

জিজ্ঞাসাবাদে সে ধর্ষণ ও খুনের দায় স্বীকার করে। বন্দর থানার পরিদর্শক গাজী মো. ফৌজুল আলম দৈনিক ইনকিলাবকে বলেন, কিশোর ছোটন স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শিশুকে ধর্ষণ ও খুনের কথা স্বীকার করে। সে জানায়, শিশুটিকে ধর্ষণের পর সে কান্নাকাটি শুরু করে এবং বাবা-মা বাসায় ফিরলে তা বলে দিবে বলেও জানায়। আর এতে ভয় পেয়ে গলা চেপে তাকে হত্যা করে। এরপর লাশ ফ্যানের সাথে ঝুলিয়ে দেয়। জবানবন্দি রেকর্ড শেষে ওই কিশোরকে নিরাপত্তা হেফাজতে পাঠানো হয়েছে।

নেত্রকোনা : ধর্ষণের শিকার হয়ে অসুস্থ কলেজ ছাত্রী ইয়াসমিন (২৪) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে দু’দিন লড়াই করে অবশেষে রোববার রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াসমিনকে গত ২১ আগস্ট বেড়ানোর কথা বলে ময়মনসিংহের তারাকান্দায় নিয়ে যায় তার ফুফাতো ভাই আলমগীর। সেখানে তাকে কোকের সাথে চেতনানাশক ট্যাবলেট খাইয়ে অচেতন করে একাধিকবার ধর্ষণ করে। এক পর্যায়ে ইয়াসমিন অসুস্থ হয়ে পড়ে।

আলমগীর গত ২২ আগস্ট ইয়াসমিনের মাকে ফোন করে গরমে অসুস্থ হওয়ার কথা বলে শ্যামগঞ্জ স্টেশনে তার মায়ের কাছে মেয়েকে দিয়ে কেটে পড়ে। পরদিন মা তার অসুস্থ মেয়ে ইয়সমিনকে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের নির্দেশ প্রদান করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে রাখেন। সেখানে দুই দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে রবিবার ইয়াসমিন মৃত্যুর কোলে ঢলে পড়ে। অভিযুক্ত নেত্রকোনা সদর উপজেলার শ্রীপুর বালী গ্রামের মৃত হাশেম উদ্দিনের ছেলে ।

সাতক্ষীরা : প্রেমের সম্পকেঅর স‚ত্র ধরে স্কুলছাত্রীকে (১৪) বাড়ি থেকে তুলে নিয়ে আটদিন আটকে রেখে ধর্ষণ করেছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুল ইসলাম। এমন অভিযোগ করেছেন স্কুলছাত্রী ও তার পরিবার। গত রোববার ভোরে শ্যামনগর সদরের গোপালপুর এলাকা থেকে ধর্ষণের শিকার স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতা হাফিজুল বাড়ির ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যায়। তবে স্কুলছাত্রীকে ধর্ষণে সহযোগিতা করায় গোপালপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। হাফিজুল ইসলাম গোপালপুর গ্রামের মৃত. আব্দুল হামিদ সরদারের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। নির্যাতিত স্কুলছাত্রীর ভাষ্য, ফেসবুকে হাফিজুল ইসলামের সঙ্গে আমার পরিচয় হয়। এরপর বিভিন্ন সময় আমাকে প্রেমের প্রস্তাব দেয় হাফিজুল। একপর্যায়ে তার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে আমাকে বাড়ি থেকে নিয়ে যায় হাফিজুল। এরপর শ্যামনগর সদরের গোপালপুর এলাকায় হাফিজুলের পরিচিত এক প্রবাসীর বাড়িতে আমাকে রাখে। সেখানে টানা আটদিন আমাকে ধর্ষণ করে হাফিজুল। এই কাজে সহযোগিতা করেছেন ওই প্রবাসীর স্ত্রী।

খুলনা : খুলনা মহানগরীর শেখপাড়া লোহাপট্টি এলাকায় দ্বিতীয় শ্রেণির (১০) এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণে অভিযুক্ত আশিক (২০) ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। আশিক একই এলাকার মজিদ খানের ছেলে ও ভুক্তভোগী শিশুটির আপন খালাতো ভাই। গত রোববার রাত সাড়ে ১০টায় সোনাডাঙ্গা থানা পুলিশ শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে আসে।

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় ফের মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণের দায়ে আমিরুল মুন্সি (৪০) নামে এক অটো চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গত রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে বর্বর এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় আলাউদ্দীন মিয়া বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : গোইবান্ধার গোবিন্দগঞ্জে ৭ম শ্রেনীর ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষিত ছাত্রীর পিতা বাদী হয়ে গত রোববার রাতেই ধর্ষক লিটন ও ধর্ষণে সহযোগিতা করার অপরাধে আরো দুই সহ ৩জনের নামে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।

ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে। কালীগঞ্জ উপজেলার নওদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার শিশুকে রোববার রাতে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে নির্যাতিত শিশুর স্বজনদের ঘটনাটি ধামাচাপা দিতে হুমকি দেয় আনছারের পরিবার।

সাভার (ঢাকা) : প্রেমিকের সঙ্গে বিয়ে দেয়ার নাম করে নিজ বাড়িতে ডেকে নিয়ে ৮ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করছে আপন ফুপা। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে রোববার রাতে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় মামলা করেছেন। তারা হলেন- ধামরাইয়ের স‚য়াপুরে ঘোড়াকান্দা গ্রামের মৃত হায়দার আলীর ছেলে ও ধর্ষিতার আপন ফুপা আলমগীর হোসেন (৪৫)। মামলার অপর আসামি ওই কিশোরীর প্রেমিক নাহিদ হোসেন (২২)। সে একই গ্রামের আবুল হোসেনের ছেলে।

ল²ীপুর : ল²ীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আসিবুল হাসান নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে শহরের ঝুমুর সিনেমা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ