বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রবিবার রাতে পাবনা সদর উপজেলাধীন তাঁত সমৃদ্ধ এলাকা কুলুনিয়া গ্রামে দুই প্রতিদ্বন্দি¦ গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত এবং ২ জন আহত হয়েছেন। জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছেন।
কুলুনিয়া গ্রামের মৃত মোঃ ইদ্রিস আলী (৫০) সাথে জমি-জমা নিয়ে একই গ্রামের আশরাফ আলীর সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
রবিবার দিবাগত রাত ৮ টার দিকে কুলুনিয়া বাজার এলাকায় উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। পাবনা সদর থানার অফিসার ইনচার্জ মো. ওবাইদুল হক জানান, সংঘর্ষের সময় আশরাফ আলীর সহযোগিরা ইদ্রিস আলীকে মারপিট করে গুরুতর জখম করে। তাঁকে
পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও এ দিনগত রাত ১১ টার তিনি মারা যান।
আহত দুইজন রিপন আলী (৩০) ও সিদ্দিক আলী (৩৫) আহত হয়েছেন এবং পাবনা একই হাসপাতালে চিকৎসাধীন রয়েছেন।
আজ সোমবার সকালে পুলিশ লাশ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ওসি জানান, পুলিশ ঘটনার পরিদর্শন ও প্রাথমিকভাবে তদন্ত করছে। এই রিপোর্ট এলাকা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশকে এই এলাকায় মোতায়েন রাখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।