Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরাজদিখানে জাল টাকাসহ ১ জন আটক

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৯, ১:১৭ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাল টাকাসহ ১ জনকে আটক করেছে সিরাজদিখান থানা পুলিশ । শনিবার রাত ১০ টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের পুর্ব রাজদিয়ার টেংগুরিয়াপাড়া নামক এলাকা হতে মো.মনির হোসেন(৪৩) নামে একজন আটক করে পুলিশ। সে উপজেলার পুর্ব রাজদিয়ার টেংগুরিয়াপাড়ার আব্দুর রব মাষ্টারের ছেলে ।

সিরাজদিখান থানার এসআই তন্ময় মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে মনির হোসেনের দেহ তল্লাশী করে ৩ টি ১ হাজার টাকা ও ২ টি ৫শ টাকাসহ মোট ৪ হাজার টাকার জাল নোট পাওয়া যায় তবে তার সহযোগী জনি নামের একজন পালিয়ে যায় । গতকাল রবিবার মনির হোসেনের বিরুদ্ধে জাল টাকা রাখার অভিযোগে মামলা হয়েছে এবং জেল হাজতে প্রেরন করা হয়েছে। মনির হোসেন দীর্ঘদিন যাবৎ জাল টাকার ব্যবসা করেন বলেও জানান এসআই তন্ময় মন্ডল ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাল টাকা

২০ অক্টোবর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ