Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীলঙ্কায় জরুরি অবস্থার অবসান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৯, ৩:৪৪ পিএম

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অফিস গতকাল শুক্রবার এক ঘোষণায় দেশটিতে চার মাস ধরে চলা জরুরি অবস্থা অবসানের ঘোষণা দিয়েছে। চলতি বছরের ২১ এপ্রিল ইস্টার সানডের দিন ভয়াবহ সিরিজ বোমা হামলায় ২৬০ জনের বেশি মানুষ নিহত হওয়ার পর ওই জরুরি অবস্থা ঘোষণা দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা জরুরি অবস্থা বৃদ্ধির ডিক্রিতে সই না করায় এটির অবসান ঘটলো। শ্রীলঙ্কার ইতিহাসে অন্যতম ভয়াবহ ওই হামলার জন্য স্থানীয় দুটি মুসলিম গ্রুপকে দায়ী করেছে দেশটির কর্তৃপক্ষ। তিনটি চার্চ এবং তিনটি হোটেলসহ কলম্বো ও পূর্বাঞ্চলীয় বাত্তিকোলা শহরের মোট আটটি স্থানে ওই বোমা হামলা চালানো হয়।

ওই হামলায় সাতজন আত্মঘাতী বোমা হামলাকারী অংশ নেয়। ব্যর্থ হওয়ার পর একজন হামলাকারী আত্মহত্যা করে আর একজন হামলাকারী গ্রেপ্তার এড়াতে সক্ষম হয়েছেন।

জরুরি আইন অনুযায়ী, আদালতের আদেশ ছাড়াই যেকোনো সন্দেহভাজনকে আটক ও জিজ্ঞাসাবাদের ক্ষমতা দেয়া হয়েছিল সেনাবাহিনী এবং পুলিশকে। হামলার আগে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় শ্রীলঙ্কার গোয়েন্দা সংস্থাগুলোর বিরুদ্ধে অভিযোগ তোলে বিদেশি বিভিন্ন সংস্থা।

এদিকে ভয়াবহ ওই হামলায় সময়মতো পদক্ষেপ না নেয়ার পেছনে কার দায় রয়েছে সেটির তদন্ত করছে একটি সংসদীয় কমিটি। মূলত পর্যটননির্ভর দেশটিতে ভয়াবহ হামলার পর ওই খাতে ব্যাপক ধস নামে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রীলঙ্কা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ