Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মির্জাপুরে পেপার লেস পরিবার-পরিকল্পনা কার্যক্রম পরিদর্শন মহাপরিচালকের

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৯, ২:৫৭ পিএম

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পেপার লেস পরিবার পরিকল্পনা কার্যক্রম পরিদর্শন করেছেন অধিদপ্তরের মহাপরিচালক কাজী আ. খ. ম মহিউল ইসলাম।
শনিবার তিনি মির্জাপুর উপজেলা সদরের অবস্থিত ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র পরিদর্শন করেন। সকাল সাড়ে নয়টায় তিনি ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রে পৌঁছালে তাকে স্বাগত জানান মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শহীদুর রহমান, ডা. বর্ণালী দাস প্রমুখ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন এমআইএফ এর পরিচালক মনোজ কুমার রায়, সাবেক সিনিয়র সচিব মো. হুমায়ূন কবীর, পরিবার পরিকল্পানা অধিদপ্তরে টাঙ্গাইল জেলা উপ পরিচালক লুৎফুল কিবরিয়া।

মহাপরিচালক কাজী আ. খ. ম মহিউল ইসলাম উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রের চিকিৎসক, পরিদর্শক ও সহকারী পরিদর্শকদের নিয়ে মতবিনিময় সভা করেন। এ সময় তিনি সকলকে মাতৃ ও শিশু মৃত্যুর হার কমিয়ে আনার লক্ষে একযোগে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। সভায় মির্জাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা অফিসের পেপার লেস কার্যাক্রম দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরিদর্শন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ