Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলমাকান্দায় ৪ বছরের শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৯, ৬:৪৪ পিএম

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের কৃষ্টপুর গ্রামে বৃহস্পতিবার দুপুরে পুকুরের পানিতে ডুবে জাকির হোসেন নামে চার বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, কৃষ্টপুর গ্রামের নবী হোসেনের শিশু ছেলে জাকির হোসেন বৃহস্পতিবার দুপুরে অন্যান্য শিশুদের নিয়ে বাড়ির সামনে খেলাধুলা করছিল। এ সময় জাকির পুকুরের পানিতে পড়ে যায়। অন্যান্য শিশুরা দৌড়ে বিষয়টি পরিবারের লোকজনকে জানালে তারা পুকুরে তল্লাশী চালিয়ে জাকিরকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আশেকউল্ল¬াহ খান তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল করিমের সাথে যোগাযোগ করলে তিনি পুকুরের পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পানিতে ডুবে মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ