Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সখিপুরে মাদক মামলায় যুবলীগ নেতা কারাগারে

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৯, ৬:৩৪ পিএম

টাঙ্গাইলের সখিপুরে মাদক সেবনের দায়ে মীর স্বপন (৩৫) নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে সখিপুর থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার গড়গোবিন্দপুর থেকে তাকে মদ খেয়ে মাতলামি করা অবস্থায় গ্রেফতার করা হয়। মীর স্বপন উপজেলা যুব আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। সে সখিপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ময়থাপাড়া এলাকার মীর ফজলুল হক ফজল মিয়ার ছেলে। এ ঘটনায় সখিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বাদী হয়ে ওই রাতেই ২০১৮সনের মা.দ.দ্র.নি.আ.৩৬(১)এর২৫ধারায় মামলা(নং১৬ তারিখ-২২.০৮.১৯ইং) দায়ের করেন। পুলিশ গ্রেফতারকৃত মীর স্বপনকে বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। সখিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা ওবায়দুল্লাহ বলেন, আসামি রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। তাঁকে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে বৃহস্পতিবার টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ