মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জার্মানিতে মায়ের গাড়ি চুরি করে ঘণ্টাপ্রতি ১৪০ কিলোমিটার গতিতে মহাসড়কে গাড়ি চালিয়েছে ৮ বছর বয়সী এক বালক। পুলিশ জানিয়েছে, বুধবার সকালবেলা ডর্টমুন্ড শহরে যাওয়ার পথে ওই শিশুকে উদ্ধার করা সম্ভব হয়। তবে গাড়ি চালানোর সময় সতর্কতামূলক বাতি চালু রেখেছিল সে। খুঁজে পাওয়ার পর ওই শিশু পুলিশকে বলে, ‘আমি শুধু একটু গাড়ি চালাতে চেয়েছিলাম।’ এ কথা বলেই কান্নায় ভেঙ্গে পড়ে সে। এ খবর দিয়েছে বিবিসি।
ওই কিশোরের মা স্থানীয় সময় রাত সাড়ে ১২টায় পুলিশকে জানান যে, তাদের ছেলে পারিবারিক ভক্সওয়াগন গাড়িটি নিয়ে বের হয়ে গেছে। এর আগে ঘরের আশেপাশে গাড়ি চালিয়েছে সে। রাত সোয়া ১টায় তার মা পুলিশকে জানান, তিনি জানতে পেরেছেন যে, সে ডর্টমুন্ডের দিকে যাচ্ছে। সে জানায়, অতি দ্রুত গাড়ি চালানোয় অসুস্থ হয়ে পড়ায় থামতে বাধ্য হয় সে। তবে গভীর রাতে এই গাড়ি চালনায় কোনো মানুষ বা সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।