Inqilab Logo

শুক্রবার, ৩১ মে ২০২৪, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ফুলপুরে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৯, ২:০৭ পিএম

ময়মনসিংহের ফুলপুরে পুকুরে ডুবে রামরাজ রবিদাস নামে ৬৫ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। সে আমুয়াকান্দা গ্রামের মৃত সহাদেব রবিদাসের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, ফুলপুর পৌর এলাকার আমুয়াকান্দা গ্রামের রামরাজ রবিদাস ওরফে কাচকা ড্রাইভার (৬৫) বুধবার বিকাল থেকে নিখোজঁ হয়ে যায়। তাকে অনেক খোজাখুজির পর রাত ১১ টার দিকে পার্শ্ববর্তী জনৈক নুরুল হক কাজীর পুকুরের ঘাটে তার কাপড় পাওয়া যায়। এতে সন্ধেহ হলে স্থানীয় লোকজন উক্ত পুকুরে খোজাখুজি করে তার অবস্থান জানতে পারে। পরে ফুলপুর পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় ময়মনসিংহ থেকে ডুবুরি দল এনে বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে পুকুরের পানির নিচ থেকে রামরাজ রবিদাস ওরফে কাচকা ড্রাইভারের (৬৫) মৃতদেহ উদ্ধার করা হয়।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমারত হোসেন গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পানিতে ডুবে মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ