Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পানি বণ্টনের নতুন ফর্মুলা খুঁজছে বাংলাদেশ-ভারত

এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয় : সাংবাদিকদের জয়শঙ্কর

কূটনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেছেন, এনআরসি (ন্যাশনাল রেজিস্ট্রি অব সিটিজেন্স) ইস্যুটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের ব্যাপারে ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি। এই রোহিঙ্গারা মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় রাখাইন রাজ্য থেকে বাস্তচ্যুত হয়েছে। গতকাল মঙ্গলবার সরকারি রাষ্ট্রীয় অতিথি ভবনে বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ভারতের মন্ত্রী কথা বলেন উভয় দেশের পানিবণ্টন নিয়েও।

ভারত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন চায় উল্লেখ করে তিনি বলেন, রোহিঙ্গাদের তাদের নিজ দেশে নিরাপদ, দ্রুত ও টেকসই প্রত্যাবাসনের ব্যাপারে আমরা একমত হয়েছি। বাংলাদেশ-ভারত-মিয়ানমারের স্বার্থে এটি জরুরি। রোহিঙ্গাদের পুনর্বাসনে ভারত সহযোগিতা অব্যাহত রাখবে।

জয়শঙ্কর বলেন, বাংলাদেশের পাশে রয়েছে ভারত বাংলাদেশের সব উন্নয়নে সহযোগিতা করে যাবে। সন্ত্রাস দমনেও একসঙ্গে কাজ করবে দুই দেশ। বাংলাদেশ থেকে এই বাস্তচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজ ভূমিতে ফিরে যেতে এবং রাখাইন রাজ্যের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে আমরা সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত আছি।

তিনি বলেন, জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) ভারতের অভ্যন্তরীণ বিষয়। তিস্তা চুক্তি বিষয়ে নরেন্দ্র মোদি যে প্রতিশ্রুতি দিয়েছে তা নিয়ে কাজ করছে ভারত সরকার। যোগাযোগ, জ্বালানি ও বাণিজ্য বৃদ্ধিতে দুই দেশ একসঙ্গে কাজ করবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান, দুই দেশের মধ্যকার অভিন্ন ৫৪ নদীর পানি বণ্টনের নতুন ফর্মুলা খুঁজছে বাংলাদেশ-ভারত। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে অভিন্ন নদীর পানি বণ্টন সমস্যার সমাধান করা হবে। জয়শঙ্কর বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় এবং ভবিষ্যতে এটা আরো জোরদার হবে। আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী দু’টি অনুষ্ঠানই উদযাপন করতে যাচ্ছি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমার প্রথম ঢাকা সফর। বাংলাদেশের সাথে আমাদের অংশীদারিত্ব প্রতিবেশী দেশগুলোও যে পাশাপাশি একসাথে মিলেমিশে থাকতে পারে তার উদাহরণ। আমরা অংশীদার হিসেবে একসাথে কাজ করি। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দক্ষিণ এশিয়ায় রোল মডেল হিসেবে এই অংশীদারকে টিকিয়ে রাখতে চান।

জয়শঙ্কর বলেন, আমরা বাংলাদেশের শীর্ষস্থানীয় উন্নয়ন অংশীদার হিসেবে গর্ব বোধ করি। নিকটতম প্রতিবেশী হিসেবে আমরা বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সম্ভাব্য সব ধরনের সহায়তার প্রস্তাব দিচ্ছি।

এর আগে সকালে জয়শঙ্কর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যান। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুুল মোমেনের সঙ্গে বৈঠক করেন। তার সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন আবদুল মোমেন। জয়শঙ্কর বিকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন। রাতে ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাসের দেয়া নৈশভোজে যোগ দেবেন। এস জয়শঙ্কর তিন দিনের সফরে শেষে আজ সকালে কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন।



 

Show all comments
  • Tapu Talukdar ২১ আগস্ট, ২০১৯, ৩:৫০ এএম says : 0
    ভারত ও বাংলাদেশ বর্ষাকালের অতিরিক্ত জল সংরক্ষণ করে জলের সমস্যা মেটাতে পারে। নদীর মাটি উত্তোলন করে নদীর গভিরতা বারাতে পারে, এতে নদীতে বেশি জল ধরে রাখা যায় এবং নদীপথে সল্প খরচে যোগাযোগ চালু করা যায়। রাস্তা সবুজ ধংস করে, জলপথ সবুজ সৃষ্টি করে
    Total Reply(0) Reply
  • এস এম মিলন ২১ আগস্ট, ২০১৯, ৩:৫১ এএম says : 0
    পানি যে দিবে না সেটা আমরা ভালোভাবেই জানি। বাংলাদেশকে আর অনেককিছু ছাড়তে হবে
    Total Reply(0) Reply
  • M Mosharof ২১ আগস্ট, ২০১৯, ৩:৫২ এএম says : 0
    একটু হাওয়া দিয়ে গেল,,,,,এভাবে চলবে ১০ বছর,,,,, পানি পানি করে মরলেও বাংলাদেশকে পানি দিবেনা
    Total Reply(0) Reply
  • Hasan Amir ২১ আগস্ট, ২০১৯, ৩:৫৩ এএম says : 0
    জন্মের পর থেকে যখন বুঝতে শিখেছি তখন থেকে ভারত বাংলাদেশর পানি বন্টন সমস্যার সমাধান হলোনা আবার নতুন করে শুরু হয়েছে দেখা যাক কি হয়
    Total Reply(0) Reply
  • Mohammad Shaharia ২১ আগস্ট, ২০১৯, ৩:৫৪ এএম says : 0
    এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয় হলে বাদ পড়া লোকজনকে বাংলাদেশী বলিস কিভাবে?
    Total Reply(1) Reply
    • Yourchoice51 ২১ আগস্ট, ২০১৯, ৯:২০ এএম says : 4
      Very good question? Thank you! That stupid guy won't have a reasonable answer.
  • Khokon Ibrahim ২১ আগস্ট, ২০১৯, ৩:৫৫ এএম says : 0
    অজুহাত আর অযৌক্তিকতাকে আড়াল করার অপকৌশল আভ্যঃন্তরীন ইস্যূ!
    Total Reply(0) Reply
  • Rasel Ahmed Rasel ২১ আগস্ট, ২০১৯, ৪:১৫ এএম says : 0
    ভারত একটি স্বার্থপর রাষ্ট্র। ভারতের পররাষ্ট্রনীতির মূল বিষয় হচ্ছে প্রভাব বিস্তার করে নিজেদের উদ্দেশ্য কে হাসিল করা
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ