বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্কুল-কলেজ ফাঁকি দিয়ে পার্কে আপত্তিকর অবস্থায় ৯ জন ছাত্র-ছাত্রীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকার শহীদ ক্যাপটেন মনসুর আলী (ভদ্রা) পার্কে এ অভিযান চলে। বিষয়টি আটককৃতদের পরিবারকে জানানো হয়। এছাড়া মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি এসময় উপস্থিত থেকে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
তিনি বলেন, তারা রাজশাহীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী। অভিযানের সময় পুলিশ ৯ জনকে আটক করে। এর মধ্যে ছয়জন ছাত্রী ও তিনজন ছাত্র। বাকি শিক্ষার্থীরা ঘটনাস্থল পালিয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।