বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর অভিযানের মুখে কক্সবাজার সীমান্ত দিয়ে ইয়াবা পাচার কমে আসছে জানিয়ে চট্টগ্রামের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেছেন, এখন মিয়ানমার থেকে ভারত হয়ে ইয়াবা আসছে। মঙ্গলবার চট্টগ্রাম রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ তথ্য দিয়ে তিনি পুলিশ সুপারদের এ ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেন। সভায় চট্টগ্রামসহ বিভাগের ১১ জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন। তিনি বলেন, মিয়ানমারের ইয়াবা ভারত হয়ে কুমিল্লা, ব্রাক্ষ্মণবাড়িয়া, জয়পুরহাট ও দিনাজপুর জেলার সীমান্তপথ দিয়ে বাংলাদেশে আসছে।
তিনি এসপিদের উদ্দেশে বলেন, মাদকের বিরুদ্ধে সবাই যে যুদ্ধ করছেন, তার কিছুটা সুফল এসেছে। একসময় কক্সবাজার-টেকনাফ সীমান্ত দিয়েই মিয়ানমার থেকে ইয়াবা আসত। সেখানে পুলিশের যে বলিষ্ঠ ভূমিকা বছরখানেক ধরে চলছে, সেজন্য কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে ইয়াবা আর তেমনভাবে আসছে না। জেলার এসপিদের সতর্ক থাকতে হবে। জঙ্গির বিরুদ্ধে যেভাবে জয়ী হয়েছি, মাদকের বিরুদ্ধে যুদ্ধেও অচিরেই জয়ী হতে পারব। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সম্প্রতি গুজব প্রতিরোধে পুলিশের ভূমিকা নিয়েও কথা বলেন ডিআইজি খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, গুজব প্রতিরোধে পুলিশ অতুলনীয় ভূমিকা রেখেছে। এখন আর গুজব নেই।
নগরীর হালিশহরে জেলা পুলিশ লাইনের পুলিশ সিভিক সেন্টারে অনুষ্ঠিত এ সভায় জুলাই মাসে অস্ত্র ও মাদক উদ্ধার, পরোয়ানা তামিল, আলোচিত মামলার রহস্য উদঘাটন, আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনায় সাফল্যের জন্য ১৮ জন কর্মকর্তাকে পুরস্কৃত করেন ডিআইজি।
fviZ n‡q ‡`‡k Avm‡Q Bqvev- PÆMÖv‡gi wWAvBwR
PÆMÖvg ey¨‡iv
AvBb-k„•Ljv iÿvKvwi evwnbxi Awfhv‡bi gy‡L K·evRvi mxgvšÍ w`‡q Bqvev cvPvi K‡g Avm‡Q Rvwb‡q PÆMÖv‡gi wWAvBwR L›`Kvi ‡Mvjvg dviæK e‡j‡Qb, GLb wgqvbgvi †_‡K fviZ n‡q Bqvev Avm‡Q| g½jevi PÆMÖvg ‡i‡Äi gvwmK Aciva ch©v‡jvPbv mfvq G Z_¨ w`‡q wZwb cywjk mycvi‡`i G e¨vcv‡i mZK© _vKvi wb‡`©k †`b| mfvq PÆMÖvgmn wefv‡Mi 11 †Rjvi cywjk mycviMY Dcw¯’Z wQ‡jb| wZwb e‡jb, wgqvbgv‡ii Bqvev fviZ n‡q Kywgjøv, eªv²Yevwoqv, RqcyinvU I w`bvRcyi ‡Rjvi mxgvšÍc_ w`‡q evsjv‡`‡k Avm‡Q|
wZwb Gmwc‡`i D‡Ï‡k e‡jb, gv`‡Ki weiæ‡× mevB ‡h hy× Ki‡Qb, Zvi wKQyUv mydj G‡m‡Q| GKmgq K·evRvi-‡UKbvd mxgvšÍ w`‡qB wgqvbgvi ‡_‡K Bqvev AvmZ| ‡mLv‡b cywj‡ki ‡h ewjô f~wgKv eQiLv‡bK a‡i Pj‡Q, ‡mRb¨ K·evRv‡ii ‡UKbvd mxgvšÍ w`‡q Bqvev Avi ‡Zgbfv‡e Avm‡Q bv| ‡Rjvi Gmwc‡`i mZK© _vK‡Z n‡e| Rw½i weiæ‡× ‡hfv‡e Rqx n‡qwQ, gv`‡Ki weiæ‡× hy‡×I AwP‡iB Rqx n‡Z cvie| gvwmK Aciva ch©v‡jvPbv mfvq m¤cÖwZ ¸Re cÖwZ‡iv‡a cywj‡ki f~wgKv wb‡qI K_v e‡jb wWAvBwR L›`Kvi ‡Mvjvg dviæK| wZwb e‡jb, ¸Re cÖwZ‡iv‡a cywjk AZyjbxq f~wgKv ‡i‡L‡Q| GLb Avi ¸Re ‡bB|
bMixi nvwjkn‡i ‡Rjv cywjk jvB‡bi cywjk wmwfK ‡m›Uv‡i AbywôZ G mfvq RyjvB gv‡m A¯¿ I gv`K D×vi, c‡ivqvbv Zvwgj, Av‡jvwPZ gvgjvi inm¨ D`NvUb, Av`vj‡Z ivó«c‡¶ gvgjv cwiPvjbvq mvd‡j¨i Rb¨ 18 Rb Kg©KZ©v‡K cyi¯‹…Z K‡ib wWAvBwR|
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।