Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনীতিতে আসার কথা ভেবেছেন হিউ গ্র্যান্ট, তবে...

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

অভিনেতা হিউ গ্র্যান্ট জানিয়েছেন রাজনীতিতে আসার কথা তিনি ভেবেছেন, তবে তার সরাসরি রাজনীতিতে অংশ নেয়া বা নির্বাচনে অংশ নেয়ার সম্ভাবনা খুবই কম। ‘আ ভেরি ইংলিশ স্ক্যান্ডাল’ কমেডি-ড্রামা সিরিজে তিনি লিবারেল পার্টি এমপি জেরেমি থর্পের ভূমিকায় অভিনয় করেছেন। প্রশংসিত সিরিজটির কাহিনী থর্পের সঙ্গে আস্তাবল কর্মী নরম্যান স্কটের (বেন উইশ) সমকামী সম্পর্ক নিয়ে। অ্যামেরিকান এন্টারটেইনমেন্ট সাময়িকীর মুভি পডকাস্টে রাজনীতিতে যোগ দেয়া নিয়ে গ্র্যান্ট বলেন, “সত্যি কথা বলতে আমি এই বিষয়টি নিয়ে ভেবেছি।” তিনি একই সঙ্গে জানান তার কিছু গোপন বিষয় আছে বলে তা হবার নয়। “অনেক কুৎসা রটতে পারে। আমি তাও সইতে পারি। দীর্ঘদিন ধরেই তা সয়ে আসছি, তবে আমার পরিবারের সদস্যরা এসব নিয়ে ভুগবে আমি তা নিয়ে নিশ্চিত নই। বিষয়টি আসলে শুধু আমাকে নিয়ে নয়। আমার পুরো পরিবার এর সঙ্গে যুক্ত।” গ্র্যান্ট (৫৮) তার পছন্দের সম্ভাব্য নির্বাচনী শ্লোগান সম্পর্কে বলেন, “আমার প্রধান শ্লোগান হতে পারে : ‘আমি পুনঃনির্বাচিত হতে চাই না।’ আমার মনে হয় পুনঃনির্বাচিত হবার ইচ্ছা বা রাজনীতিতে পেশা হিসেবে নেয়ার আশা সবকিছুকে বিষাক্ত করে দেয়।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজনীতি

২৩ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ