Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোলায় ইয়াবা সহ ৪ আসামী গ্রেফতার

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৯, ৯:৫৩ এএম

ভোলা জেলার বোরহাউদ্দিন ও লালমোহনে ইয়াবা সহ ৪ জনককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানাযায়, পুলিশ সুপার সরকার মোহাম্মাদ কায়সার ভোলা এর নির্দেশে বোরহানউদ্দিন থানার এসআই মোঃ মোহাইমিনুল ইসলাম, সংগীয় অফিসার ফোর্সের সহায়তায় ১৬আগস্ট রাত ৮টা ৩০ মিনিটে বোরহানউদ্দিন থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ আওলাদ হোসেন (৩২) পিতা- মৃত নুরুল ইসলাম, সাং- বড়মানিকা ০২নং ওয়ার্ড ও আসামী মোঃ সিরাজ মাতব্বর (৫৫) পিতা- মৃত কেরামত আলী, সাং- ছোট মানিকা ০২নং ওয়ার্ড, উভয় থানা- বোরহানউদ্দিন, জেলা- ভোলা তাদের উভয়কে ১০১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ বোরহানউদ্দিন থানাধীন বড়মানিকা ০২নং ওয়ার্ড হইতে গ্রেফতার করেন। এ সংক্রান্তে বোরহানউদ্দিন থানার মামলা প্রক্রিয়াধীন। অন্যদিকে লালমোহন উপজেলার মঙ্গল সিকদার হাসপাতালের উপর থেকে ১৬ আগস্ট রাত ৮ টায় ৬ পিচ ইয়াবা সহ ২ ইয়াবা সেবিকে গ্রেফতার করেছে এ এস আই শাহজাদা।

এরা হলেন ধলিগৌড়নগর ৯ নং ওয়ার্ডের শাহাবুদ্দিনের ছেলে তানবির(২০) ও চতলা বাজারের ফিরোজ আলমের ছেলে রেদওয়ান (২৫) নামে এক জন। লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির এ তথ্য নিশ্চিত করেন। ভোলার এডিশনাল পুলিশ সুপার( প্রশাসন) মীর শাফিন মাহমুদ পুরো উদ্ধার অভিযানটি প্রত্যক্ষ তদারকি করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ