Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোলার বোরহানউদ্দিনে এবার ডাবল ধর্ষণ

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৯, ৮:৪৯ পিএম

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পৃথক ঘটনায় এক ৮ম শ্রেণীর মাদ্রাসা ছাত্রী (১৩) ও এক বিধবা (৩৫) নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে ভিকটিমরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার বোরহানউদ্দিনের বড় মানিকা ও কাচিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
ভিকটিমদের পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে স্কুল ছাত্রীর মা তাকে রেখে তার বাবার বাড়িতে বেড়াতে যায়। তার পিতা নদীতে মাছ শিকারে যায়। এ সুযোগে একই এলাকার আব্দুল রশিদের ছেলে মোঃ সোহাগ ছাত্রীকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে। এসময় তার পিতা ছালাউদ্দিন বাড়ি আসলে তার মেয়ের ডাকচিৎকার শুনতে পায়। ওই সময় ধর্ষক তার পিতাকে মারধর করে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের পিতা শুক্রবার বিকেলে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করে।
অপর দিকে একই উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ফুল কাচিয়া গ্রামের বিধবা নারী (৩৫) তার স্বামী নজরুল ইসলামের মৃত্যুর পর স্বামীর বাড়িতে সন্তানদের নিয়ে বসবাস করে আসছিল। শুক্রবার রাতের দিকে ওই নারী তার মুরগীর খামারের খাবার দিতে গেলে একই এলাকার মাদক সেবী মাকসুদ, ছালাউদ্দিন ও আলমগীর তাকে মূখ চেপে পাশ্ববর্তী গরুর খামারে নিয়ে হাত পা বেঁধে গণধর্ষণ করে। পরে সকালে স্থানীয়রা তাকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে ভিকটিমের বড় বোন বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়েরের প্রস্ততি নিচ্ছেন।
ভোলা সদর হাসপাতালের সিনিয়র নার্স সারজিনা জানান, ভিকটিমদের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। ধর্ষণের আলামত পাওয়া গেছে।
বোরহানউদ্দিন থানার ওসি মোঃ এনামুল হক সত্যতা নিশ্চিত করে জানান, স্কুল ছাত্রীর ধর্ষণের বিষয়ে ছাত্রীর বাবা ৩ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছে। এবং অপর ধর্ষণের বিষয়ে এখন কোন অভিযোগ থানায় আসেনি।
তিনি আরো জানান, আমরা আসামীদের গ্রেফতারের চেষ্টা করছি।



 

Show all comments
  • দেলোয়ার হোসেন ১৬ আগস্ট, ২০১৯, ১০:৪৪ পিএম says : 0
    আমি এই অপরাধের তীব্র নিন্দা জানাচ্ছি । কিভাবে সমাজ থেকে এরকম জঘন্য অপরাধ দমন করা যায়? আসুন আমরা সবাই মিলে এর একটা সমাধান বের করি ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ