বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভাবির ছবি ব্যাবহার করে ফেসবুকে ভুয়া আইডি খুলে যুবক অপহরণের দায়ে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতিসহ দুইজনকে আটক করেছে র্যাব। শুক্রবার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঝিনাইদহ শহরের ব্যাপাড়ীপাড়ার আব্দুর রহমানের ছেলে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি খালিদুর রহমান খালিদ ও সদর উপজেলার ভগবাননগর গ্রামের আবুল কাশেমের ছেলে শামীম আহম্মেদকে আটক করা হয়। ঝিনাইদহ র্যাবের ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, ৩ বছর আগে কুমিল্লার একটি গার্মেন্টসে চাকরি করার সময় খাগড়াছড়ির রামগড় উপজেলার থলিবাড়ী গ্রামের আবুল কালামের ছেলে আশরাফুলের সঙ্গে পরিচয় হয় ঝিনাইদহ সদর উপজেলার ভগবাননগর গ্রামের আলীম হোসেনের। গত ৪ মাস আগে আলীম তার ভাবির ছবি ব্যবহার করে ফেসবুকে একটি আইডি খুলে মেয়ে সেজে তার সঙ্গে প্রেমের অভিনয় করে। গত ১৪ আগস্ট আশরাফুলকে নারী সেজে দেখা করতে বলে আলীম। আশরাফুল ঝিনাইদহের কেন্দ্রীয় বাস টার্মিনালে আসলে ১০/১২ জন যুবক তাকে তুলে নিয়ে যায়। এরপর থেকেই মোবাইলের মাধ্যমে আশরাফুলের পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণকারীদের ফোন পাওয়ার পর পরিবারের লোকজন খাগড়াছড়ির রামগড় থানায় সাধারণ ডায়েরি করেন। অপহরণকারীরা ভিকটিমকে হত্যার হুমকি দিলে পরিবারের লোকজন বিকাশের মাধ্যমে ৬৮ হাজার টাকা দেয়। বিষয়টি ঝিনাইদহ র্যাবকে জানালে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে এবং শুক্রবার ভোরে ঝিনাইদহ শহরের ব্যাপাড়ীপাড়ার একটি ছাত্রাবাস থেকে অপহৃত আশরাফুলকে উদ্ধার করে। এসময় অন্যান্যরা পালিয়ে গেলেও আটক করা হয় অপহরণকারী চক্রের অন্যতম সদস্য জেলা ছাত্রলীগের সহ-সভাপতি খালেদুর রহমান ও শামীম আহম্মেদকে। শুক্রবার দুপুরে অপহৃতকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে। এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ বলেন, ‘জেলা ছাত্রলীগের সহ-সভাপতি খালিদুর রহমান খালিদকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। দোষী প্রমাণিত হলে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।