Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০ ঘণ্টায় সড়কে নিহত ২৯

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

সকাল ৭টা। পিকনিকের একটি বাস করে কক্সবাজার-বান্দরবান আনন্দ ভ্রমণে যাচ্ছিল। অধিকাংশ যাত্রীই ঘুমে। ঢাকা ও চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা পেরিয়ে যখন ফেনী আসে তখনই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই ফেনী সদর উপজেলার লেমুয়া সেতু এলাকায় রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে বাসটির। এতে ঘটনাস্থালে ৬ ও হাসপাতালে নেয়ার পথে আরো এক জনের মৃত্যু হয়। এছাড়া গত ২০ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে কিশোরগঞ্জে ৪ ও ফরিদপুর সদর ও ভাঙায় ৪, সিরাজগঞ্জে ৩, ময়মনসিংহের ফুলপুরে শিশুসহ ২, নাটোর, গোপালগঞ্জ, চট্টগ্রাম, নরসিংদীর রায়পুরা, টাঙ্গাইল, গফরগাঁও, কক্সবাজার, ভোলা ও বরিশালে একজন করে। আহত হয়েছেন ২০ জন। আহতদের মধ্যে মকয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসকরা।

ফেনী : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়ায় একটি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে ৬ জন, পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ জন মারা যায়। আহত হয় ২১ জন। পরে আহতদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ২০ জনকে মুমুর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ফেনী হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর কাউছার রহমান জানান, বুধবার রাতে নারায়নগঞ্জের আদমজী থেকে প্রাইম প্লাস নামে একটি পিকনিক বাস রওয়ানা হয়ে ঢাকার মীরপুর আসে রাত ২টায়, সেখান থেকে আরো কিছু যাত্রী নিয়ে রাত আড়াইটায় কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়। বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর লেমুয়া নামক স্থানে পৌঁছলে বৃহস্পতিবার ভোর পৌনে ৬টায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলে ৭ জন নিহত ও ২১ জন আহত হয়। আহতদের মধ্যে ১২ জনকে ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, বাকী ৯ জনকে মুমুর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাসটি ৪৫ জন যাত্রী নিয়ে পিকনিকের উদ্দেশ্যে কক্সবাজার যাচ্ছিল।
নিহতদের মধ্যে ফেনীর ছাগলনাইয়ার শাহাদাৎ (৩০), ঢাকার বিক্রমপুরের সুজন’র পরিচয় পাওয়া গেছে। বাকীদের পরিচয় জানা যায়নি।

ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু তাহের জানান, বাস দুর্ঘটনায় ৭ জনের লাশ হাসপাতালের মর্গে এসেছে। হাসপাতালের জরুরী বিভাগে দুর্ঘটনায় আহত অবস্থায় ২১ জন রোগী এসেছে। এর মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কামারখন্দের কোনাবাড়ীতে তিনটি বাসের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। গতকাল বিকেল ৩টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কে এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের কটিয়াদীতে ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত ও চারজন আহত হন। গতকাল দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে আচমিতা ইউনিয়নের ভিটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এছাড়া ভৈরবের অদ‚রে ঢাকা ও সিলেট মহাসড়কের মাহমুদাবাদ নামক স্থানে বাস খাদে পড়ে একজন নিহত হন। আহত হয়েছেন আরও ১২ যাত্রী। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম হোসনে আরা বেগম (৫৮) নামে হন। খবর পেয়ে পুলিশ বাসটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
ভাঙ্গা (ফরিদপুর) : ফরিদপুরের ভাঙ্গায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। গতকাল সকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বিশ্বরোড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান জানান, ঘটনাস্থলেই রাজু এন্টারপ্রাইজের চালক রওশন ফকির ও এক যাত্রী মারা যান। দুর্ঘটনায় আহত হন কমপক্ষে ৫০ জন। আহতদের উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।

ফুলপুর : ময়মনসিংহের ফুলপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। গতকাল দুপুরে উপজেলার ইমাদপুর মসজিদের কাছে ঢাকাÐহালুয়াঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দু’জন হলেন- জায়েদ (৬) ও সিরাজুল ইসলাম (৪৫)। জায়েদ শেরপুরের কালিবাড়ী চেঙ্গুরিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে এবং সিরাজুল শেরপুর সদর উপজেলার শম্ভুগঞ্জ এলাকার বাসিন্দা।

নাটোর : নাটোরের বড়াইগ্রামে গত বুধবার রাতে ট্রাকের চাপায় মো. আরিফ হোসেন (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এসময় আহত হয়েছে উপমা খাতুন (১৫) নামে অপর এক আরোহী। নিহত আরিফ উপজেলার নওপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। সে আহমেদপুর কৃষি ও কারিগরি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ছিল।
বরিশাল : বরিশালের বাবুগঞ্জ উপজেলায় গতকাল বাসচাপায় অজ্ঞাতপরিচয় মোটরসাইকেলের (৩০) এক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর (৩২) এক আরোহী। উপজেলার নতুনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার গোপালপুর এলাকায় প্রাইভারকারের ধাক্কায় তুহিন মোল্লা (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী সাখি বেগম (২৫)।
গতকাল দুপুরে ঢাকাÐখুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তুহিন জেলা সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়া গ্রামের আশরাফ মোল্লার ছেলে।

ফরিদপুর : ফরিদপুরের সদরপুর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুস ছাত্তার মোল্লা (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক দেলোয়ার তালুকদার আহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার বাবুরচর-চন্দ্রপাড়া আঞ্চলিক সড়কের কাচারীডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত আব্দুস ছাত্তার মোল্লা উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরকুমুরিয়া গ্রামের গফুর মোল্লার ছেলে।

চট্টগ্রাম : হাটহাজারীর থানার ১১ মাইল এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আবু আলম (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বিকেলে থানার পশ্চিম মেখলের সানাউল্লাহ খন্ডকার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু আলম স্থানীয় লালমিয়ার ছেলে।

রায়পুরা (নরসিংদী) : নরসিংদীর রায়পুরায় ঢাকা ও সিলেট মহাসড়কে গত বুধবার রাতে প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আব্দুস সাত্তার (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত সাত্তার নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা এলাকার মো. ফরমান আলীর ছেলে।
টাঙ্গাইল : টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ইসতিয়াক আহমদ (১৭) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে সখীপুর-হাটুভাঙ্গা সড়কের বোয়ালী উত্তর পাড়া খালেক মিয়ার বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত ইসতিয়াক আহমেদ সরকারি মুজিব কলেজের ১ম বর্ষের ছাত্র ও সখীপুর ওকে ফাস্টফুডের মালিক স্বেচ্ছাসেবক লীগ নেতা শাকিল আজাদের ছেলে।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমির হোসেন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক পিকআপ ও তার চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় টমটমচাপায় এক কন্যা শিশু নিহত হয়েছে। গত বুধবার রাতে উপজেলার পাগলা থানার টাঙ্গাব ইউনিয়নের বামনখালী গ্রামে গফরগাঁও-টোক সড়কের বামনখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম রিমি আক্তার (৪)। সে ওই গ্রামের পবন মিয়ার মেয়ে।
কক্সবাজারে সড়কে প্রাণ গেল বৃদ্ধের

কক্সবাজার : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও-ইসলামাবাদ শাহ ফকির বাজারে গতকাল যাত্রীবাহী পরিবহন হানিফের একটি বাস চাপায় মোহাম্মদ কালু নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় টমটম চালকসহ গুরুতর আহত হয়েছে আরো এক ব্যক্তি। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি। নিহত মোহাম্মদ কালু ইসলামপুর ইউনিয়নের প‚র্ব নাপিতখালী গ্রামের বাসিন্দা বলে স্থানীয়রা নিশ্চিত করেছে।
ভোলা : ভোলায় মাহিন্দ্রচাপায় পারভেজ (৬) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকার ব্যারিস্টার কাঁচারিবাজারে এ ঘটনা ঘটে। নিহত পারভেজ ভোলার সদর উপজেলার প‚র্ব ইলিশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ব্যারিস্টার কাঁচারি এলাকার মো. শাহাবুদ্দিনের ছেলে।

 

 



 

Show all comments
  • ash ১৬ আগস্ট, ২০১৯, ৩:৩০ এএম says : 0
    HAY RE BANGLADESHHHHHH ! 20 GHONTAY 29 TA PRAN KE KERE NILO BANGLADESHER RASTA KINTU AUSTRALIA TE BOSORE 1 TA PRAN JORE KINA SHONDEHO !
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ