Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

ফিলাডেলফিয়ায় গুলিতে ৬ পুলিশ সদস্য আহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে বন্দুকধারীর গুলিতে ছয় পুলিশ সদস্য আহত হওয়ার সাত ঘণ্টা পর বন্দুকধারী আত্মসমর্পণ করেছে। বুধবার স্থানীয় সময় বিকাল প্রায় সাড়ে ৪টার দিকে নগরীর নিসটাউন-টিয়াগো আবাসিক এলাকার এক বাড়িতে পুলিশের সঙ্গে ওই পুরুষ বন্দুকধারীর গোলাগুলি শুরু হয় বলে জানিয়েছে বিবিসি। মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে ওই বাড়িতে গিয়েছিলেন পুলিশ কর্মকর্তারা, তখন ওই বন্দুকধারী তাদের লক্ষ্য করে গুলি চালায়। এরপর থেকে সাত ঘণ্টারও বেশি সময় ধরে বন্দুকধারী ওই বাড়িতে ব্যারিকেড গড়ে তুলে অবস্থান নিয়ে ছিল আর পুলিশ বাড়িটি ঘিরে রেখে তাকে আত্মসমর্পণের আহŸান জানিয়ে যাচ্ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা একটি ভিডিওতে কথিত ওই বন্দুকধারীকে, মার্কিন গণমাধ্যমে যার নাম মরিস হিল (৩৬) বলা হয়েছে, হাত মাথার উপরে তুলে বাড়িটি থেকে বের হতে দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি। হিলের আত্মসমর্পণের প্রক্রিয়ায় তিনি পুলিশকে সাহায্য করেছেন বলে সন্দেহভাজনের আইনজীবী শাকা জনসন সিবিএসথ্রি-কে জানিয়েছেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ