Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ভারত ও চীন উন্নয়নশীল দেশের সুবিধা পাবে না

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

ভারত ও চীনকে আর উন্নয়নশীল দেশ হিসেবে মানতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উন্নয়নশীল দেশের তকমা নিয়ে দেশ দুটি বিশ্ব বাণিজ্য সংস্থায় যে সুযোগ-সুবিধাগুলো পায় সেগুলো বন্ধ করার পক্ষে মতো দিয়েছেন তিনি। স¤প্রতি পেনসিলভানিয়ায় এক সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট বলেন, বছরের পর বছর ওরা (ভারত ও চীন) আমাদের থেকে সুযোগ-সুবিধা নিয়ে আসছে। এমন আর চলতে দেওয়া যায় না। আমরা ছাড়া যেন সব দেশ উন্নত হচ্ছে। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্ব বাণিজ্য সংস্থা বৈষম্য করছে বলেও অভিযোগ করেছেন ট্রাম্প। এবার সেই বৈষম্যের অবসান হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। গত মাসেই মার্কিন পণ্যে ভারতের কর বসানোর ঘটনার তীব্র বিরোধিতা করেন ট্রাম্প। দিনের পর দিন এমন চলতে পারে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সেইসঙ্গে উন্নয়নশীল রাষ্ট্রের নির্দিষ্ট সংজ্ঞা নির্ধারণের জন্যও বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে আবেদন করেন মার্কিন প্রেসিডেন্ট। বর্তমানে বিশ্ব বাণিজ্য সংস্থায় ‹উন্নত› এবং ‹উন্নয়নশীল› রাষ্ট্রের সংজ্ঞা নির্ধারণ করে দেয়া হয়নি। এক্ষেত্রে কেউ আপত্তি না জানানো পর্যন্ত দেশগুলো নিজেদের কোন ক্যাটাগরিতে ফেলবে তা নিজেরাই বেছে নিতে পারে। টাইমস অব ইন্ডিয়া।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ