Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২২৬ যাত্রী নিয়ে রুশ উড়োজাহাজের ক্র্যাশ ল্যান্ডিং

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৯, ৫:০৭ পিএম

মস্কো বিমানবন্দরের পাশে একটি ফসলের মাঠে ক্র্যাশ ল্যান্ডিং করেছে রাশিয়ার উরাল এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজ।

রুশ বার্তা সংস্থা টিএএসএস জানায়, আজ (১৫ আগস্ট) ২৬৬ যাত্রী ও সাতজন ক্রু নিয়ে উরাল এয়ারলাইন্সের এয়ারবাস এ৩২১ মস্কোর ঝুকোভস্কি বিমানবন্দর থেকে ক্রিমিয়া উপদ্বীপের একটি শহর সিমফেরোপল যাচ্ছিলো।

ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সির এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানায়, এয়ারবাসটি আকাশে উঠার খানিক পর এক ঝাঁক বকের সঙ্গে ধাক্কা খায়।
সেসময় কয়েকটি বক উড়োজাহাজের ইঞ্জিনে ঢুকে যাওয়ায়- এটিকে জরুরি অবতরণ করতে হয়। উড়োজাহাজটি অবতরণের সময় রানওয়ে থেকে প্রায় এক কিলোমিটার দূরে ছিটকে পড়ে বলেও জানায় সংবাদ সংস্থাটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ