Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ছবিতে দুর্গন্ধ পাবেন না, বাস্তবে টেকা দায়!

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৯, ৫:৫৯ পিএম

রাজধানীর পূর্ব জুরাইনের বাগানবাড়ি মোড়। ঈদের তিন দিন পর বুধবার বিকালে সেখান থেকে কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবিটি শেয়ার দিয়েছেন জুরাইন এলাকার অধিবাসী মিজানুর রহমান। বুধবার ফেসবুক গ্রুপ 'ভয়েস অফ রাইটস'-এ তিনি লিখেছেন, কেমন করে বর্জ্য অপসারণ হলো আপনারাই দেখুন। ছবিতে দুর্গন্ধ পাবেন না, বাস্তবে দুর্গন্ধে টেকা দায়।

তিনি লিখেছেন, বাটপারির আরেক নাম সিটি কর্পোরেশনের কোরবানির বর্জ্য অপসারণের হট লাইন। কয়েকজন স্থানীয় মানুষকে হট নম্বর দিয়ে এসেছি অভিযোগ করার জন্য, কর্পোরেশন ওইসব মানুষের কাছে আমাকে বাটপার বানালো নিশ্চয়। সেখানে রাফসান হোসাইন মন্তব্য করেছেন, গতকাল বাগানবাড়ির মোড়ে গিয়ে তো অবাক! রাস্তা অর্ধেকেও বেশি ময়লা দিয়ে বন্ধ! একটার বেশি যানবাহন একসাথে পার হতে পারে না! এক অংশ বন্ধ থাকে আরেক অংশ যায়। ওই অংশের যাওয়া শেষ হলে বন্ধ থাকা অংশের যানবাহন যায়। ভয়ানক অবস্থা! তবে আপনাদের এলাকার সবচেয়ে বড় সমস্যা রাস্তার সমস্যাটা দূর হয়েছে দেখে খুবই ভালো লেগেছে। এতো উচু আর সুন্দর রাস্তা করেছে দেখেই অবাক হয়েছি! আশাকরি আপনাদের এই সমস্যারও সমাধান হবে।

মুসাররাত নাজ লিখেছেন, আমাদের তো কুরবানির দিনেই বিকেলের মধ্যে সব পরিষ্কার হয়ে গেছে।
রাইসুল রাসেল লিখেছেন, সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে কুরবানি দিতে চুলকায় তাইলে বর্জ্য নিজেরাই পরিষ্কার করে না কেন মানুষ?
মানার হাফিজ লিখেছেন, আর সাধারণ মানুষের কোন দায়িত্ব নেই। মন চাইলো। রাস্তাতেই ময়লা ফেললাম। রাস্তা তো আর আমার বাপের না। ফেললে কি যায় আসে।



 

Show all comments
  • ash ১৬ আগস্ট, ২০১৯, ৪:২১ এএম says : 0
    BANGLADESH E DEGGU HOBE NA TO KI HOBE ??? SHOB OKORMAR DOL DESH CHALACHE, DURNITI BAJ YABA KHOR RA DESH CHALACHE, SHOB CHOREER DOL , OLOSH , FAKI BAJJJ ................... RA KHOMOTA DOKHOL KORE ASE
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরিবেশ

৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ