পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
দক্ষিণবঙ্গের মধ্যে অন্যতম কলেজ মাদারীপুরের সরকারি নাজিমুদ্দিন কলেজ। এই কলেজটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালে খাজা নাজিমুদ্দিনের নামে। সরকারিকরণ করা হয় ১৯৭৯ সালে। কলেজটি প্রায় ১৪-১৬টির মতো ডিপার্টমেন্ট রয়েছে। প্রতিবছরে এই কলেজ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষায় শত শত শিক্ষার্থী জিপিএ গোল্ডেন ৫ পেয়ে উত্তীর্ণ হয়। এছাড়াও স্নাতক, ডিগ্রি, মাস্টার্স পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়। কলেজটি থেকে প্রতিবছর শিক্ষার্থীরা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পায় এবং বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়। অত্যন্ত দুঃখের বিষয়, এই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে তেমন কোনো সুন্দর ক্যাম্পাস না থাকায় শিক্ষার্থীরা শিক্ষার সুন্দর পরিবেশ থেকে বঞ্চিত। এমনকি পর্যাপ্ত পড়ার জন্য রিডিং রুমের ব্যবস্থা নেই। মাঝেমধ্যে ক্যাম্পাসের আশপাশে দেখা যায় মাদক, যা মাদারীপুরবাসীর জন্য ভালো ফল বয়ে আনবে না। তাই অনতিবিলম্বে কলেজ প্রশাসন ও জেলা প্রশাসকের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
রৌমিও সৌরভ
শিক্ষার্থী, ইংরেজি বিভাগ
সরকারি নাজিমুদ্দিন কলেজ, মাদারীপুর
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।