Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিয়ার প্রতি ইঞ্চি মাটি পুনরুদ্ধার করা হবে : বাশার আল আসাদ

প্রকাশের সময় : ৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিদ্রোহীর গোগিুলোর কাছে হারানো সিরিয়ার প্রতি ইঞ্চি মাটি পুনরুদ্ধার করার প্রত্যয় ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। আইএসের কাছ থেকে যেভাবে পালমিরা পুনরুদ্ধার করা হয়েছে সেভাবেই সিরিয়ার বাকি অংশও উদ্ধার করা হবে বলে জানান তিনি। সিরিয়ার নতুন সংসদে দেয়া এক বক্তৃতায় আসাদ তার দেশের রাজনীতিবিদদের উদ্দেশে বলেন, দেশের বর্তমান পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। দিন দিন পরিস্থিতি আরো উন্নত হচ্ছে। টেলিভিশনে সম্প্রচারিত ওই বক্তৃতায় তিনি আরো বলেন, এর আগে আমরা যেভাবে অনেক এলাকা পুনরুদ্ধার করেছি সেভাবেই তাদের হাত থেকে সিরিয়ার প্রতি ইঞ্চি মাটি মুক্ত করা হবে। আমাদের একমাত্র পথ হচ্ছে বিজয়। অন্যথায় সিরিয়া টিকে থাকবে না। জাতিসংঘ প্রস্তাবিত শান্তি আলোচনার বিষয়ে নিজের কঠোর অবস্থান ব্যক্ত করে আসাদ জানান, বিদ্রোহীদের কথা মতো ঐকমত্যের কোনো সরকার বা অন্তবর্তীকালীন কোনো সরকার সিরিয়া শাসন করবে না। সংসদে তিনি বলেন, জাতিসংঘে আমরা যে নীতিমালা দিয়েছি তার বাইরে কোনো ইস্যুতে রাজি হবো না। গত বছর জুলাইয়ে আসাদ জানিয়েছিলেন, তার সেনারা যুদ্ধক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে এবং অনেক এলাকা ছেড়ে আসতে বাধ্য হচ্ছে। তবে গত সেপ্টেম্বর থেকে রুশ বাহিনীর সহায়তায় বিদ্রোহীদের কাছ থেকে বেশকিছু এলাকা দখলে নিতে পারায় আবার মনোবল ফিরে পেয়েছেন বাশার আল আসাদ। বর্তমানে আইএসের স্ব-ঘোষিত রাজধানী রাক্কার দিকে অগ্রসর হচ্ছে সিরিয়ার সেনাবাহিনী। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিয়ার প্রতি ইঞ্চি মাটি পুনরুদ্ধার করা হবে : বাশার আল আসাদ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ