Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ডিজিটাল উদ্ভাবনে একসাথে কাজ করবে রবি ও আইসিএমএবি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৯, ৫:৫১ পিএম

সর্বাধুনিক ডিজিটাল প্রযুক্তিতে আইসিএমএবি শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা একসাথে কাজ করার লক্ষ্যে রবি ও আইসিএমএবি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এ উপলক্ষ্যে রাজধানীর গুলশানে রবির কর্পোরেট অফিসে রবি’র চিফ এন্টারপ্রাইজ বিসনেস অফিসার মো: আদিল হোসেন এবং আইসিএমএবি’র ডিরেক্টর নাজমুস সালেহীন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটিতে স্বাক্ষর করেন।

এ সময় রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ, আইসিএমএবি’র প্রেসিডেন্ট মো: আবুল কালাম মজুমদার, ভাইস প্রেসিডেন্ট আরিফ খান, কাউন্সিল মেম্বর মোহাম্মাদ সেলিম সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় রবি আইসিএমএবি ক্যাম্পাসে একটি অত্যাধুনিক ‘ইনোভেশন ল্যাব’ স্থাপন করবে। ল্যাবটির মূল লক্ষ্য হল আইসিএমএবি শিক্ষার্থীদের ডাটা অ্যানালিটিক্স, ব্লক চেইন, ইন্টারনেট অফ থিংস (আইওটি) প্রযুক্তির সর্বাধুনিক উদ্ভাবনের সাথে পরিচয় করানো। পাশাপাশি কোম্পানিগুলো যেসব সমস্যা মোকাবেলা করছে সেগুলোর সমাধানের জন্য শিক্ষার্থীদের ডিজিটাল বিসনেস ধারণা উদ্ভাবনে সুযোগ প্রদান করবে এই ল্যাব।
ল্যাব সুবিধার সর্বোত্তম ব্যবহারের জন্য শিক্ষার্থীদের শেখার, প্রকল্প অথবা গবেষণার কাজে ব্যয় করার সময়কে ক্রেডিট আওয়ার হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিএমএবি। এছাড়া ল্যাব থেকে দেয়া নির্ধারিত কাজ সফলভাবে শেষ করা শিক্ষার্থীদের প্রফেশনাল সার্টিফিকেট প্রদান করা হবে।

ইনোভেশন ল্যাব স্থাপনের পাশাপাশি প্রতিষ্ঠানটিকে আধুনিকীকরণের জন্য নানা ধরনের উদ্ভাবনী চিন্তাধারা নিয়ে কাজ করবে রবি ও আইসিএমএবি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ