Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যমুনায় নৌকাডুবি: ৬ জন উদ্ধার, নিখোঁজ ৫

জামালপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৯, ১:০৭ পিএম

ভিজিএফের চাল নিয়ে ফেরার পথে জামালপুরের দেওয়ানগঞ্জের যমুনায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের মধ্যে ছয় আরোহীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও পাঁচজন নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার সকালে যমুনার ১০ কিলোমিটার দূরে প্রজাপতির চর থেকে ওই ছয়জনকে উদ্ধার করা হয় বলে জানান জামালপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূর উদ্দিন অলি।

এর আগে বুধবার রাত ৯টার দিকে জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলার ফুটানিবাজার ঘাট ছেড়ে যমুনা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে। এর পর নিখোঁজদের সন্ধানে নামেন জামালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা।

বৈরী আবহাওয়ার কারণে বুধবার রাত ১টায় নিখোঁজদের উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

দেওয়ানগঞ্জ থানার ওসি এমএম মইনুল ইসলাম জানান, অন্তত ২৮ যাত্রী নিয়ে চুকাইবাড়ী ইউনিয়ন থেকে ভিজিএফ চাল নিয়ে ফিরছিল নৌকাটি। পথে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নৌকাডুবি

২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ