Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালের পাশে গাছ লাগান

চিঠিপত্র

লিয়াকত হোসেন খোকন | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

সংশ্লিষ্ট বিভাগ ঢাকার কয়েকটি খাল উদ্ধার করলেও ওইসব খাল ভরে গেছে নোংরা-আবর্জনায়। এসব নোংরা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কোনো উদ্যোগই চোখে পড়ছে না। যারা প্লাস্টিক-পলিথিন-নোংরা আবর্জনা ফেলছেন, তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করাও হচ্ছে না। যে যেভাবে পারে খালের পাশে ইতিমধ্যে কোথাও কোথাও অবৈধ স্থাপনা নির্মাণ শুরু করে দিয়েছে। দেখলে মনে হয়, অবৈধরাই আজ বৈধ হয়ে খালপাড় থেকে চলাচলকারী পথচারীদের শাসাচ্ছে। সংশ্লিষ্ট বিভাগ কি পারে না খালগুলো আবর্জনামুক্ত করে এর তীরে বসার ব্যবস্থা করা ছাড়াও গাছ লাগাতে! এ চাওয়া শুধু আমার নয়, প্রতিটি নাগরিকের চাওয়া এবং তাদের অধিকার। গাছপালা থাকলে প্রতিটি মানুষেরই উপকার হবে। কারণ গাছ থেকেই আমরা পাই অক্সিজেন। বেঁচে থাকার জন্য সবারই অক্সিজেন প্রয়োজন। গাছ থাকলে বায়ুতে দূষণের মাত্রা কমিয়ে বিশুদ্ধ অক্সিজেনের মাত্রা বাড়িয়ে তোলাও সম্ভব। সুতরাং সংশ্নিষ্ট বিভাগ আর কালবিলম্ব না করে অবিলম্বে ঢাকার রূপনগরের খালসহ অন্য খালগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করার ব্যবস্থা নিন, গাছ লাগান, বসার ব্যবস্থা করুন।
রূপনগর, ঢাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন