পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
চাঁদপুর জেলা টু কুমিলল্গার মহাসড়কের অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। ওই মহাসড়ক দিয়ে দিনের পর দিন হাজার হাজার গাড়ি চলাচল করাতে মহাসড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিগত বছরগুলোতে মহাসড়কটি রিফাইরিং করা সত্তে¡ও এমন অবস্থা। ভালোভাবে রিফাইনিং না করার কারণে এমনটা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর পাওয়া যায়। দৈনিক হাজার হাজার যাত্রী বাস, সিএনজি, রিকশা, অটোরিকশা, বাইক ও অটোবাইক কিংবা অনেক পথচারী লোকেরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে থাকে। অনেক সময় দেখা যায়, যানবাহন চলার সময় চাকা গর্তে পড়ে উল্টে যায়। আবার অনেক সময় বিরাট যানজট লেগেই থাকে। অনেক মুমূর্ষু রোগীর গাড়ি আটকে থাকে বলে পথে অনেক রোগী মারা যায়। অফিসের কর্মচারীরা নির্দিষ্ট সময়ে অফিসে যেতে পারে না। শিক্ষার্থীরা সময়মতো স্কুল, কলেজ ও ভার্সিটিতে যেতে পারছে না। মহাসড়ক যদি পুনরায় ভালোভাবে রিফাইনিং করা না হয়, তাহলে মহাসড়কের অবস্থা আরও বেহাল দশায় পরিণত হয়ে যাবে। তাই জনসাধারণের কথা বিবেচনা করে যত দ্রুত সম্ভব চাঁদপুর টু কুমিলল্গার মহাসড়কের কাজে হাত দিন এবং ঝুঁকির জীবন থেকে রেহাই দিন।
মকবুল হামিদ
চাঁদপুর সদর, চাঁদপুর
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।