Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুট ওভারব্রিজ চাই

| প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর একটি। বর্তমানে প্রায় ২৩ হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করে। এখানে বিভিন্ন সমস্যায় জর্জরিত তারা। তবে যে ব্যাপারটি তাদের প্রাণ সংকটে ফেলে দিতে পারে তা হলো, বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের রাস্তা পারাপারের জন্য কোনো সুব্যবস্থা নেই। গেটের সামনে দিয়েই চলে গেছে সদরঘাট থেকে গুলিস্তানের মতো ব্যস্ত সড়ক। শিক্ষার্থীদের চলন্ত গাড়ির সামনে দিয়েই প্রতিদিন রাস্তা পার হয়ে ক্যাম্পাসে ঢুকতে হয় এবং ক্লাস শেষে মেসে ফিরতে হয়। যদিও কিছুটা দূরে বাংলাবাজার এলাকায় একটি ফুট ওভারব্রিজ রয়েছে। কিন্তু সেটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কোনো কাজে আসে না। বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে একটি ফুট ওভারব্রিজ নির্মাণ করলে শিক্ষার্থীদের রাস্তা পারাপার যেমন নিরাপদ হবে, তেমনি যান চলাচলও হবে নির্বিঘ্ন। তাই একটি ফুট ওভারব্রিজ নির্মাণে সংশ্নিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
শুভ্র গাইন
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন