Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৯, ৬:৪৯ পিএম

বরিশালে মিরাজ হাওলাদার নামক এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন জননিরাপত্তা অপরাধ দমন ট্রাইবুনালের (বিশেষ আদালত) বিচারক মো. এ.কে.এম শহীদ আহমেদ। মঙ্গলবার এই রায় ঘোষণার পর আদালতে উপস্থিত মিরাজকে কারাগারে পাঠানো হয়েছে।
২০১২ সালের ২১ ডিসেম্বর রাত সোয়া ১০টায় নগরীর কাউনিয়া মরকখোলা পুল এলাকায় ৮৩ বোতল ফেন্সিডিল সহ মিরাজকে পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় বগুড়া পুলিশ ফাঁড়ির এসআই মো. শাহাবউদ্দিন ফকির বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। কোতোয়ালী মডেল থানার এসআই শ্যামল চন্দ্র ২০১৩ সালের ২২ জানুয়ারী এ মামলায় চার্জসীট দাখিলের পরে এর বিচাল শুরু হয়। বিজ্ঞ আদালত ৯ জনের স্বাক্ষ্য গ্রহন ও উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে মিরাজকে দোষি সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যাবজ্জীবন কারাদণ্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ