Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোলার ৫ অপহৃতকে উদ্বার

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৯, ৬:৪৭ পিএম

ভোলার এসপির নেতৃত্বে ৫ অপহৃতকে উদ্বার করেছে পুলিশ। ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ভোলায় যোগদানের পর থেকেই পাল্টে যাচ্ছে ভোলার আইন শৃংখলার দৃশ্যপট। ডাবল মার্ডার এর আসামী গ্রেফতার, মাদক নিয়ন্ত্রনে অভুতপূর্ব সাফল্যের পর এবার উদ্ধার করেছেন অপহৃত ৫ রাখালকে।৫ রাখালকে অপহরনের পর তাদের পরিবারের কাছ থেকে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলো। পুলিশ সুপারের কাছে এই সংবাদ আসার পরেই তিনি নিজে দ্রুত তদারকির মাধ্যমে আজ দৌলতখান থানার ওসি এনায়েত হোসেনসহ তাদের ১টি ট্ররারসহ লক্ষীপুর জেলার রামগতি থেকে উদ্ধার করা হয়েছে। অতিনিক্ত পুলিশ সুপার মীর মোঃ শাফিন মাহমুদ এর
সূত্রে জানা যায়।পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ভোলা এর নির্দেশক্রমে মো: এনায়েত হোসেন, অফিসার ইনচার্জ, দৌলতখান থানা, ভোলা এর নেতৃত্বে এসআই মো: রিয়াজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় লক্ষীপুর জেলাধীন রামগতি এলাকা হইতে অপহৃত ০৫ জন রাখাল সহ একটি ট্রলার অদ্য ইং ০৬/০৮/২০১৯ তারিখ উদ্ধার করা হয়। অপহরণকারীরা উক্ত অপহৃত ভিকটিমদের পরিবারের নিকট মুক্তিপন দাবী করিয়া আসিতেছিল বলিয়া উদ্ধারকৃত অপহৃত রাখালগন জানায়। উদ্ধারকৃত অপহৃত রাখালগন হল ১।মো: আলমগীর (২৭) ২। মো: রিপন (৩০), ৩। মো: রুবেল (২২), ৪। মো: ইউসুফ (৩০) ৫। নূর মোহাম্মদ নবু (৬০) । এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইতেছে। ওসি বলেন উদ্বারকৃতরা থানায় অাছে। তাদের পরিবারের নিকট খবর দেয়া হয়েছে তারা আসলে তাদের নিকট উদ্বারকৃতদের দেয়া হবে।
এই উদ্ধারে ভোলর প্রতিটি মানুষ পুলিশ সুপারসহ সকল পুলিশ প্রশানসনকে সাধুবাদ জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্বার

১২ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ