Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাই আপস্ট্রিম জেটিঘাট লেক হতে অজ্ঞাত নামা যুবকের লাশ উদ্বার

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২২, ২:২৪ পিএম

রাঙামাটি কাপ্তাই লেকে ডুবে যাওয়া ভারসাম্যহীন অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্বার করেছে ডুবুরি। মঙ্গলবার (১১জানুয়ারি) সকাল ১০টায় একজন অজ্ঞাতনামা পাগল আপস্ট্রিম জেটিঘাটস্থ কাপ্তাই লেকে পানিতে নেমে গেলে মাঝ পথে ডুবে যায়। এলাকার লোকজন উদ্বার করতে এগিয়ে আসার পূর্বেই পানির নিচে তলিয়ে যায়। পরবর্তী কাপ্তাই পুলিশ ফাঁড়িকে খবর দেয়া হয়। পুলিশ কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সকে খবর দেয়া হলে প্রায় আড়াই ঘন্টা চেষ্টা করারপর বেলা সাড়ে ১২টায় ওই ভারসাম্যহীন অজ্ঞাতনামা যুবকের মৃতদেহ উদ্বার করে। ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন অফিসার আঃমান্নান আনসারী জানান আমরা খবর পেয়ে দ্রুত এসে লেক থেকে মৃত দেহ উদ্বার করি। কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহীনুর রহমান জানান উক্ত ভারসাম্যহীন অজ্ঞাতনামা যুবকটির বয়স প্রায় (৩০) হবে। তার কোন নাম ঠিকানা কারো জানা নেই। মঙ্গলবার সকাল ১০টায় হঠাৎ আপস্ট্রিম জেটিঘাটস্থ কাপ্তাই লেকে নামলে হঠ্যৎ পানিতে ডুবে যায়। ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা সাড়ে ১২টায় মৃতদেহ উদ্বার করে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ