Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডেঙ্গুতে বাড়ল ক্যাম্পের ছুটি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৯, ৯:৪৫ পিএম

দেশে ডেঙ্গু জ্বরের ভয়াবহতায় বাড়ল সাউথ এশিয়ান (এসএ) গেমসের প্রস্তুতি ক্যাম্পের ক্রীড়াবিদদের ঈদের ছুটি। ৮ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত এই ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। সোমবার বিওএ’র ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির সদস্য সচিব এ.কে সরকার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আগে এসএ গেমস ক্যাম্পের নির্ধারিত ঈদের ছুটি ১০ থেকে ১৫ আগস্ট পর্যন্ত নির্ধারিত হলেও এখন তা বেড়ে গেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই ছুটি ঈদের দুই দিন আগে শুরু হয়ে শেষ হবে এক দিন পর। অর্থাৎ ৯ দিন ছুটি থাকবে ক্যাম্পের।’

ডেঙ্গু জ্বরের কারণেই কি ছুটি বাড়িয়ে দেয়া হলো? এর উত্তরে এ,কে সরকার বলেন, ‘ সব কিছু মিলিয়েই বেড়েছে ক্যাম্পের ছুটি। আগে আমরা যে ছুটি ঘোষণা করেছিলাম সেখানে কেউ ইচ্ছে করলে ক্যাম্পে থাকতেও পারতেন। এখন আমরা ওই বিষয়ে উৎসাহিত করছি না। আমরা চাইবে খেলোয়াড়রা সবাই ছুটিতে বাড়ীতেই থাকুক।’

ডেঙ্গু জ্বরের কারণে কয়েক দিন আগেই ১০ জন নারী ক্রীড়াবিদ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ প্রসঙ্গে এ.কে সরকার বলেন, ‘এখনো ৮ জন হাসপাতালে আছেন। এর মধ্যে মুসলিমা খাতুন নামের কাবাডির এক মেয়ের অবস্থা একটু খারাপ। বাকিদের অবস্থা অপরিবর্তিত।’

যে নারী ক্রীড়াবিদরা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন তাদের বেশিরভাগই খোখো ডিসিপ্লিনের। বাকি ক্রীড়াবিদরা কাবডি ও বাস্কেটবলের। ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ডেঙ্গু বেশি হানা দিলেও বিওএ সবক’টি ক্যাম্পেরই ছুটি বাড়িয়ে দিয়েছে। আগামী ১ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নেপালের কাঠমান্ডু ও পোখারায় অনুষ্ঠিতব্য এসএ গেমসের জন্য বিওএ ১৫টি ভিন্ন ভিন্ন স্থানে প্রস্তুতি ক্যাম্প করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাউথ এশিয়ান

১১ ডিসেম্বর, ২০১৯
৯ ডিসেম্বর, ২০১৯
৬ ডিসেম্বর, ২০১৯
৬ ডিসেম্বর, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ