Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রদ্ধার প্রশংসায় পঞ্চমুখ আমির খান!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৯, ৮:৫২ পিএম | আপডেট : ৩:৪৮ পিএম, ৬ আগস্ট, ২০১৯

চলতি বছর শুরুর দিকে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর সর্ব সাধারণের প্রশংসার জোয়ারে ভেসেছে। কারণ ছিলো লিভার অকেজো হয়ে যাওয়া এক ভক্তের ইচ্ছা পূরণ করে। সুমাইয়া নামের ওই ভক্তের ইচ্ছা ছিলো মৃত্যুর আগে প্রিয় অভিনেত্রী শ্রদ্ধার কাপুরকে সরাসরি একবার দেখার। সুমাইয়ার সেই ইচ্ছার কথা প্রকাশ হয় ভারতের বেশ কয়েকটি জাতীয় দৈনিকে। কিন্তু সয়ং সুমাইয়াও বুঝতে পারেননি তার সেই আশা পূরণ হবে! সে সময় শ্রদ্ধা কাপুর অভিনয় করছিলেন ‘ছিচ্চোর’ সিনেমাতে। শত ব্যক্ততার মাঝেও মৃত্যুর পথযাত্রী ওই ভক্তের ইচ্ছা পূরণ করতে সাংবাদিক এবং সাধারণের চোখ ফাঁকি দিয়ে বোরকা পরে শ্রদ্ধা একাই ছুটে গিয়েছিলেন সুমাইয়াকে দেখতে! সুমাইয়ার সঙ্গে নিজের মোবাইলে ছবিও তুলেছিলেন এই অভিনেত্রী। পরে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশও করেছিলেন শ্রদ্ধা। ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়। সাধারণ মানুষের পাশাপাশি সহকর্মীদের প্রশংসাও ভেসেছিলেন এই নায়িকা।
এবার শ্রদ্ধার প্রশংসায় পঞ্চমুখ হলেন সয়ং বলিউডের পারফেক্টশনিস্ট আমির খান! বন্ধু দিবস উপলক্ষে শ্রদ্ধার ‘ছিচ্চোর’-এর ট্রেলার মুক্তি পেয়েছে। আর তা দেখে রীতিমতো ফিদা হয়েছেন আমির! ট্রেলার দেখার পর শ্রদ্ধা এবং সিনেমাটির পুরো ইউনিটের প্রশংসায় মজেছেন মিস্টার পারফেক্টশনিস্ট।’
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমির খান জানিয়েছেন, আমি মুº! সত্যিই একটি অসাধারণ ট্রেলার দেখার সৌভাগ্য হলো আমার। অসাধারণ একটি কাজ দেখতে চলেছি আমরা।’
‘ছিচ্চোর’-এর পরিচালক নিতেশ তাওয়ারিকে উদ্দেশ্যে করে আমির বলেন, ‘বন্ধু এতো সুন্দর একটি সিনেমা উপহার দেওয়ার জন্য তোমাকে অনেকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমি বিশ্বাস করছি আমাদের দর্শক তোমাকে এবং তোমার পুরো টিমকে অনেক অনেক ভালোবাসা দেবে। যে ভালোবাসা পেয়ে তোমার জীবন ভরে উঠবে আনন্দে।’
এই পরিচালক এর আগে আমির খানকে নিয়ে নির্মাণ করেছিলেন ‘দঙ্গল’। সিনেমাটি সুপারহিট ব্যবসা এনে দিয়েছিল বক্স অফিসে।
এদিকে নিতেশ তাওয়ারির এই সিনেমাও দর্শক ভালো ভাবেই গ্রহণ করবেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। বন্ধুত্বের অটুট বন্ধনকে তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। বন্ধু মানেই সুখ দু:খের সাঙ্গী। বিপদে আপদে একে অপরের পাশে থাকা। এই বিষয়টিই দেখানো হয়েছে ‘ছিচ্চোর’-এ। এতে শ্রদ্ধা কাপুর ছাড়া আরও অভিনয় করেছেন সুশান্ত সিং, রাজপুত্র সহ অনেকে। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী ৬ ডিসেম্বর।
ভিটিওতে দেখে নিন ‘ছিচ্চোর’-এর ট্রেলার:

https://www.youtube.com/watch?time_continue=160&v=tsxemFX0a7k



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমির খান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ