মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চলতি মাসে শ্রীলঙ্কায় বেশ কিছু ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব থাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য হাজার হাজার সেনা ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। যুক্তরাষ্ট্র তার নাগরিকদের শ্রীলঙ্কা সফরের ব্যাপারে নতুন করে সতর্কাবস্থা জারি করার প্রেক্ষাপটে এই ব্যবস্থা গ্রহণ করা হলো। তবে গোয়েন্দা সূত্রগুলো জানায় যে কোন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই ব্যবস্থা নেয়া হয়নি, বরং এটা সতর্কতামূলক ব্যবস্থা। উৎসবগুলোর মধ্যে রয়েছে চিলাওয়ের তালাবিলাতে সেন্ট এন্টনি ফিস্ট, ক্যান্ডিতে ইসালা পেরাহেরা ও নাল্লুর ফেসটিভ্যাল। রোববার অনুষ্ঠিত তালাবিলা উৎসবে হাজার হাজার মানুষ অংশ নেয়। সামরিক মুখপাত্র সুমিথ আতুপাত্তু বলেন, কলম্বোভিত্তিক ওভারঅল অপারেশনাল কমান্ড (ওওসি) এই উৎসবে নিরাপত্তা দিচ্ছে। মুখপাত্র বলেন, শ্রীলঙ্কাবাসী ও বিদেশী পর্যটকদের নিরাপত্তা দিতে আমরা সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। সারা দেশেই ধর্মীয় ও সাংস্কৃতি উৎসব এবং সরকারি অনুষ্ঠানগুলোর নিরাপত্তার জন্য হাজার হাজার সেনা মোতায়েন করা হয়েছে। এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।