Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীন অস্থিতিশীল করছে ইন্দো প্যাসিফিক অঞ্চল : পেন্টাগন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

আগ্রাসী অর্থনীতি, মেধাস্বত্ব চুরিসহ বিভিন্ন কাজের মাধ্যমে বেইজিং ইন্দো-প্যাসিফিক অঞ্চল অস্থিতিশীল করছে। রোববার চীনের বিরুদ্ধে এ রকম অভিযোগ তোলেন অস্ট্রেলিয়া সফররত পেন্টাগন প্রধান যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে এসপারের এ উক্তি বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনার পারদ আরো বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে এক বছর ধরেই উভয় পক্ষ তিক্ত বাণিজ্যযুদ্ধে নিজেদের ব্যস্ত রেখেছে এবং দফায় দফায় দ্বিপক্ষীয় বৈঠকেও কোনো সমাধানে পৌঁছতে পারছে না তারা। জ্বালানিসমৃদ্ধ দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের আগ্রাসী উপস্থিতি অঞ্চলটিতে উত্তেজনা বৃদ্ধি করেছে। অঞ্চলটির অন্যান্য দেশের সঙ্গে অংশীদারিত্ব বৃদ্ধির মাধ্যমে চীনা হেজিমনিকে টেক্কা দেয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন প্রধান রোববার সিডনিতে এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি কোনো একক দেশ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আধিপত্য বিস্তার করবে না এবং অঞ্চলটির জরুরি নিরাপত্তা প্রয়োজন মেটাতে আমাদের মিত্র ও অংশীদারদের সঙ্গে কাজ করে যাচ্ছি। কৌশলগত গুরুত্বপূর্ণ দক্ষিণ চীন সাগরের বড় অংশেরই নিয়ন্ত্রণ চীনের হাতে, যেখান দিয়ে প্রতি বছর ৩ দশমিক ৪০ ট্রিলিয়ন ডলারের পণ্যের চালান হয়। বিরোধপূর্ণ এ পানি সীমায় নিজেদের জন্য আরো বড় অংশ দাবি করে আসছে মালয়েশিয়া, ফিলিপাইন, তাইওয়ান ও ভিয়েতনাম। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ