বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জয়পুরহাট পৌর শহরের শান্তিনগর এলাকার বাসিন্দা শারমিন আকতার শাপলা (৩২) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।
সোমবার ভোরে ঢাকা সোহরাওয়াদর্ী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত শাপলা একই এলাকার মৃত আব্দুস সালামের মেয়ে এবং আক্কেলপুর উপজেলার ননুজ গ্রামের বাসিন্দা ও ঢাকা আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক আবহাওয়াবিদ নাজমুল হকের স্ত্রী।
মৃত শাপলার ভাই জহুরুল ইসলাম জানান, ঢাকা থেকে শাপলা মঙ্গললবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জয়পুরহাটে তার বাসায় আসে । শুক্রবার দুপুর থেকেই শাপলার জ্বর শুরু হলে তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। ৭ মাসের গর্ভবতর্ী থাকার কারণে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা শনিবার রাতে তাকে ঢাকা সোহরাওয়াদর্ী হাসপাতালে পাঠায়। সোমবার ভোরে সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে এ পর্যন্ত ১২ জন ডেঙ্গু রোগী ভর্তি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।